<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুর সদর উপজেলার এক যুবলীগ নেতাকে আটক করে থানায় নেওয়ার সময় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন এক যুবদল নেতা। এমন অভিযোগ উঠেছে ভাওয়ালগড় ইউনিয়নের যুবদল নেতা মামুন শিকদারের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মেম্বার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া রাজু আহমেদ সদর উপজেলা যুবলীগের সহসভাপতি এবং অভিযুক্ত মামুন শিকদার ভাওয়ালগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। জয়দেবপুর থানার এসআই বাহার আলম জানান, গাজীপুর সদর উপজেলা যুবলীগের সহসভাপতিকে আটক করে থানায় নিয়ে যাচ্ছিল পুলিশ। পথে পুলিশের গাড়ি থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে যান মামুন শিকদার। এ ঘটনায় যুবদলের সাধারণ সম্পাদক মামুন শিকদারকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।</span></span></span></span></span></p>