<p>শেরপুরে জমি নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে বিরোধের জেরে প্রতিপক্ষে ধারালো অস্ত্রের আঘাতে ছুটিতে আসা এক সেনাসদস্য নিহত হয়েছেন। আজ সোমবার (২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।</p> <p>নিহত ওয়াসিম মিয়া (২৮) ওই গ্রামের হাসেন আলীর ছেলে। তিনি সিলেট সেনানিবাসের পঞ্চম বীর ব্যাটালিয়নের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হাসপাতালে রোগী না দেখে দরজা আগলে সন্তানকে পড়ান চিকিৎসক!" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/02/1733116831-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হাসপাতালে রোগী না দেখে দরজা আগলে সন্তানকে পড়ান চিকিৎসক!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/02/1452973" target="_blank"> </a></div> </div> <p>পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে সেনাসদস্য ওয়াসিম মিয়া পরিবারের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে কয়েকদিন আগে বাড়িতে ছুটি আসা সেনাসদস্য ওয়াসিম মিয়ার ওপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজন হামলা করে এবং ঘারে কোপ দেয়। গুরুতর অবস্থায় পরিবারের লোকজন সেনাসদস্য ওয়াসিম মিয়াকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে শান্তিতে বসবাস করবে’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/02/1733123068-a4dba9b67cf54c1c9da7b162dfbc1b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে শান্তিতে বসবাস করবে’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/02/1452990" target="_blank"> </a></div> </div> <p>শেরপুর সদর থানার ওসি মো. জোবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনাসদস্য নিহত হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মশা থেকে রক্ষা পেতে ঘরে ধোঁয়া দেওয়ার সময় অগ্নিকাণ্ড, পুড়ল বসতবাড়ি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/02/1733115064-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মশা থেকে রক্ষা পেতে ঘরে ধোঁয়া দেওয়ার সময় অগ্নিকাণ্ড, পুড়ল বসতবাড়ি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/02/1452968" target="_blank"> </a></div> </div>