<p>আওয়ামী লীগকে দিল্লির তাঁবেদার ও গণহত্যাকারী ফ্যাসিস্ট শক্তি উল্লেখ করে দলটি বাংলাদেশের রাজনীতি করার বৈধতা রাখে কি না, গণভোটের মাধ্যমে তা নির্ধারণের দাবি জানিয়েছে ‘বাংলাদেশের জনগণ’ নামের একটি সংগঠন। পাশাপাশি ফ্যাসিস্ট শাসনামলের সব গুম, খুন, গণহত্যা, দুর্নীতি ও অপরাধের জন্য দায়ী আওয়ামী লীগ এবং তার সহযোগীদের ব্যক্তিগত ও সাংগঠনিক পর্যায়ে বিচার নিশ্চিতের দাবি জানানো হয়।<br />  <br /> সোমবার (২ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।</p> <p>সম্মেলনে ‘গণ-আকাঙ্ক্ষার ৭ দফা’ তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির মুখপাত্র আবু মুস্তাফিজ। সম্মেলনে সংগঠনটির পক্ষে মাসুদ জাকারিয়া ও শের মোহাম্মদ বক্তব্য দেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করল ইসি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/02/1733130126-95474b102319ba183aad222aee334702.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করল ইসি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/02/1453009" target="_blank"> </a></div> </div> <p>আবু মুস্তাফিজ বলেন, বাংলাদেশে দিল্লি-স্বার্থের রাজনীতি বাস্তবায়নে ভারতের পরীক্ষিত মিত্র আওয়ামী লীগ। দলটির প্রত্যক্ষ সহায়তা ও সমর্থনেই ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক উপকরণ ও প্রবণতা বাংলাদেশে প্রাতিষ্ঠানিকীকরণ সম্ভব হয়েছে। এ ছাড়া এ দেশের প্রভাবশালী প্রতিষ্ঠান, বিদ্যায়তন, শিল্প-সাহিত্য অঙ্গন ও সুশীল সমাজের বড় অংশ ধারাবাহিকভাবে দিল্লীর সাংস্কৃতিক মুখপাত্র হিসেবে কাজ করেছে।</p> <p>তিনি বলেন, দিল্লি ও ফ্যাসিবাদী শক্তির পক্ষে যে প্রতিষ্ঠানগুলো গণবিরোধী ও গণবিদ্বেষী অবস্থান নিয়েছে, তা আজ স্পষ্ট। দিল্লি মদদপুষ্ট, ফ্যাসিজমের তল্পিবাহক এই সাংস্কৃতিক বলয়কে অবিকল জিইয়ে রেখে বাংলাদেশে কোনো কার্যকর গণরাজনীতির সূচনা করা সম্ভব নয়।’</p> <p>সম্মেলনে ৭ দফা দাবি তুলে ধরে মাসুদ জাকারিয়া বলেন, ফ্যাসিস্ট রেজিমের রেখে যাওয়া রাষ্ট্রপতির পদত্যাগ নিশ্চিত এবং গণ-ক্ষমতায়তন নিশ্চিতকল্পে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে। এ জন্য অবিলম্বে গণপরিষদ গঠন এবং সংবিধান গণভোটের মাধ্যমে চূড়ান্ত করার দাবি জানান তিনি। </p> <p>অবাধে ফ্যাসিস্ট পুনর্বাসন প্রক্রিয়া বন্ধ করতে একটি ‘ট্রুথ অ্যান্ড রিকন্সিলিয়েশন কমিশন’ গঠনের পাশাপাশি সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতিষ্ঠানগুলোর কার্যকর মৈত্রী স্থাপনের দাবি জানানা তিনি। জুলাই অভ্যুত্থানে গুলি করা এবং গুলির নির্দেশদাতা প্রতিটি ব্যক্তিকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। <br />  <br /> মাসুদ জাকারিয়া ২০১৪, ২০১৮, ২০২৪ সালের নির্বাচনকে প্রহসনের নির্বাচন অবৈধ ঘোষণার পাশাপাশি এ তিন অবৈধ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান। তিনি বলেন, সব প্রকাশ্য ও গোপনীয় চুক্তি জনসমক্ষে হাজির করতে হবে।</p> <p>তিনি আরো বলেন, দিল্লি কিংবা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে রাজনৈতিক বা অর্থনৈতিক ষড়যন্ত্রে লিপ্ত সব দল, সংগঠন, প্রতিষ্ঠান ও পক্ষকে জনতার মুখোমুখি করার প্রক্রিয়া তৈরি করতে হবে, যা বাংলাদেশের পক্ষ-বিপক্ষ নির্ধারণে জনগণকে সহায়তা করবে।</p> <p>সংগঠনটির পক্ষ থেকে আগামী ১৪ ডিসেম্বর বিশ্বসাহিত্য কেন্দ্রে সিম্পোজিয়ামের আয়োজন করা হয়েছে। এখানে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। পিপলস মিডিয়া নামে গণমাধ্যমের উদ্যোগ নেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।</p>