<p>বিশ্ব ইজতেমায় মাওলানা সাদকে আনতে ও আগামী ২০ ডিসেম্বর থেকে পাঁচ দিন ইজতেমা ময়দানে জোড় ইজতেমা করার দাবিতে বিভিন্ন সরকারি দপ্তরে স্মারকলিপি পেশ করেছেন মাওলানা সাদের অনুসারীরা। </p> <p>সোমবার (২ ডিসেম্বর) সকালে একযোগে তারা টঙ্গী পুলিশ অফিস, গাজীপুর জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করল ইসি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/02/1733130126-95474b102319ba183aad222aee334702.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করল ইসি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/02/1453009" target="_blank"> </a></div> </div> <p>স্মারকলিপিতে বলা হয়, দাওয়াত ও তাবলিগের বিশ্ব আমির হজরত মাওলানা সাদ (দা.বা.) সম্পর্কে দেওবন্দ মাদরাসাকে উদ্ধৃত করে তথাকথিত মাওলানা জুবায়েরপন্থীরা এবং তাদের প্ররোচনায় কিছু আলেম অসত্য তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন। অথচ বিশ্ববরেণ্য আলেম পাকিস্তানের হজরত মাওলানা মুফতি ত্বকী উসমানী (দা.বা.) চলতি বছরের অক্টোবরে সৌদি আরবে অবস্থানকালে স্পষ্টভাবে জানিয়েছেন তাবলিগের উভয় পক্ষই হক। তাহলে আসল তাবলিগওয়ালাদের মসজিদে আমল বন্ধ করার জন্য যারা অপতৎপরতা চালাচ্ছে, তারা ইসলাম দরদি নয় বরং সন্ত্রাসী। এ জন্য আমরা গাজীপুর জেলার দাওয়াত ও তাবলিগের সাথিরা আপনার কাছে এই দুটি দাবি জানাচ্ছি।</p> <p>বিশ্ব ইজতেমায় বর্তমানে আলমি শুরার (জুবায়েরপন্থী) পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা চলছে। তারা বলছেন, প্রথম পর্ব ইজতেমা শেষ করে ৪ জানুয়ারি মাঠ ছাড়বে। ২০ ডিসেম্বর সাদপন্থীরা যেন জোড় ইজতেমা করতে না পারে সে জন্য নানা রকম পাঁয়তারা করছে বলে দাবি সাদপন্থীদের।</p>