<p>গাজীপুরের টঙ্গীতে মশা থেকে রক্ষার জন্য ঘরে ধোঁয়া দেওয়ার সময় সৃষ্ট অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বসতবাড়ির ৫টি ঘর। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেছে।</p> <p>গতকাল রবিবার (১ ডিসেম্বর) রাত ৮টায় টঙ্গীর দত্তপাড়া এলাকায় সাঈদ মৃধা রোডে এস কে মান্নান মার্কেটের পাশে মইনুদ্দিন মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।</p> <p>প্রত্যক্ষদর্শীরা জানান, দত্তপাড়া এলাকায় মইনুদ্দিন মিয়ার বাড়িতে সন্ধ্যায় ঘরে ধোঁয়া দেওয়ার সময় টিনসেডে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস দুটি ইউনিট পৌঁছয়। ফায়ার সার্ভিস ও এলাকার জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আদমদীঘিতে ৯ হাজার হেক্টর জমিতে রবিশস্য চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/02/1733114417-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আদমদীঘিতে ৯ হাজার হেক্টর জমিতে রবিশস্য চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/02/1452967" target="_blank"> </a></div> </div> <p>গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহীন আলম জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমি এখনো ঘটনাস্থলে। তবে স্টেশনে চলে যাব। অগ্নিকাণ্ডে ৫টি টিনসেড ঘর পুড়ে গেছে। যার ক্ষয়ক্ষতির পরিমাণ ৪/৫ লাখ টাকা বলে জানান তিনি।</p> <p>টঙ্গী ঘনবসতিপূর্ণ শিল্প এলাকা। ছোট জায়গায় কয়েক লাখ লোকের বসবাস হওয়ায় গড়ে উঠেছে অনেক ঘরবাড়ি। শ্রমিক অধ্যুষিত এই এলাকায় ১৯টি বস্তিসহ অসংখ্য বাসা বাড়ি টিনসেডে তৈরি। গাজীপুর সিটি করপোরেশনে জনপ্রতিনিধি না থাকায় স্থবির প্রশাসন মশা মারার ওষুধ দিচ্ছে না। পাশাপাশি ময়লা আবর্জনায় ডুবে থাকা ডোবা নালা খাল বিল ও পুকুর থেকে মশার প্রজনন হওয়ায় বসতঘরে মশা ভনভন করে। ফলে প্রতিদিন সন্ধ্যা হলেই মশা থেকে বাঁচতে নিম্নআয়ের মানুষেরা ঘরের মধ্যে ধোঁয়া দিয়ে মশা তাড়ানোর চেষ্টা করেন।</p>