<p>চট্টগ্রামের ফটিকছড়িতে রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুল হালিম মিয়া (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে।</p> <p>সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণ রাস্তার মাথা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।</p> <p>নিহত আব্দুল হালিম মিয়া উপজেলার সুন্দরপুর ইউপির একখুলিয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি নাজিরহাট বাজারের ব্যবসায়ী।</p> <p>প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নাজিরহাট ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সড়কে দাঁড়িয়ে থাকা পাথর বোঝায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।</p> <p>বিষয়টি নিশ্চিত করেন- নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. শাহাবুদ্দীন।</p>