<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভাবা যায়, গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের সংবাদ প্রচারের এক দিনের মাথায় এক্স, টেসলা, স্পেসএক্স ও নিউরালিংকের মালিক ইলন মাস্কের সম্পদ বেড়েছে ২৬.৫০ বিলিয়ন মার্কিন ডলার বা দুই হাজার ৬৫০ কোটি মার্কিন ডলার। অর্থাৎ এক দিনেই বাংলাদেশের মোট রিজার্ভের চেয়েও বেশি অর্থ আয় করেছেন পৃথিবীর শীর্ষ ধনী ইলন মাস্ক।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি ক্রিপ্টোকারেন্সি ডজকয়েনের একজন সমর্থক, তিনি নিজেকে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডজফাদার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দাবি করেন। তাই মাস্কের টুইটার কেনার সিদ্ধান্তে ডজকয়েনের দামেও প্রভাব পড়েছে। রকেটের গতিতে ছুটছে কারেন্সিটি। এরই মধ্যে ৮ শতাংশ মূল্যবৃদ্ধি পেয়েছে। মাস্ক আবার বিটকয়েনেরও সমর্থক। তিনি ঘোষণা দিয়েছেন, বিটকয়েন দিয়ে তার স্পেসশিপের টিকিট কেনা যাবে। ডজকয়েন নিয়েও তিনি একই ঘোষণা দিয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্প্রতি বিটকয়েন, ইথারিয়াম, বিএনবি, সোলানার মতো মুদ্রার দাম বাড়লেও ইনভেস্টিংয়ের তালিকায় প্রধান ১০টি মুদ্রার মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে ডজকয়েনের।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফরম টুইটারের লোগোও বদলে দিয়েছেন কর্ণধার মাস্ক। পাখির বদলে সেখানে বসেছে ডজকয়েনের ছবি, যা মাস্কের পছন্দের ক্রিপ্টোকারেন্সি হিসেবে পরিচিত। ডজকয়েন মূলত মিমকয়েন হিসেবেই ইন্টারনেটে খ্যাত। ২০১৩ সালে মজার ছলে বানানো হয়েছিল এই ক্রিপ্টো। টুইটারে লোগো ডজকয়েন থেকেই এই ক্রিপ্টোকারেন্সির মূল্য ৩০ শতাংশ বেড়ে যায়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অর্থনীতিবিদরা মনে করেন, ইলন মাস্ক টুইটার কেনার সঙ্গে ডজকয়েনের মূল্য প্রভাবিত হওয়ার কোনো সম্পর্ক নেই। কিন্তু মাস্কের একটা টুইটই ডজকয়েনের মূল্য ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেই ইলন মাস্ক এখন নিজেই ট্রাম্পের মন্ত্রিসভার মন্ত্রী। বিশ্লেষকরা মনে করছেন, মাস্কের কারণেই ডজকয়েনের দাম বেশির ভাগ সময় ঊর্ধ্বমুখী থাকতে পারে। ইংরেজিতে ডজকয়েনের বানান হচ্ছে উড়মবপড়রহ। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইলন মাস্ক মন্ত্রিসভার যে বিভাগটি পাবেন, সেটির নাম </span></span></span></span></span><span style="font-size:11.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">Department of Government Efficiency.</span></span><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সংক্ষেপে এটাকে ডজ </span></span></span></span></span><span style="font-size:11.0pt"><span style="font-family:"Calibri","sans-serif"">(</span></span><span style="font-size:11.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">DOGE</span></span><span style="font-size:11.0pt"><span style="font-family:"Calibri","sans-serif"">) </span></span><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বলা হয়। আবার মাস্কের পছন্দের ক্রিপ্টোকারেন্সির নামও ডজ। নামের মিল ইতিবাচকতার জন্ম দিতে পারে। সূত্র : গালফ নিউজ</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p> <p> </p>