<p>নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানিজ-মার্কিন ব্যবসায়ী বালোস মাসাদকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ও আরব বিষয়ক উপদেষ্টা হিসেবে মনোনয়ন দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে রবিবার এক পোস্টে ট্রাম্প এ কথা জানিয়েছেন। খবর নিউ ইয়র্ক টাইমসের।</p> <p>মাসাদের ছেলে মাইকেল ট্রাম্পের মেয়ে স্টিফানির স্বামী। ট্রাম্প লিখেছেন, ‘আমি মাসাদ বালোসকে প্রেসিডেন্টের আরব ও মধ্যপ্রাচ্য বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ট্রাম্প অনুগত কাশ প্যাটেল এফবিআইপ্রধান হিসেবে নির্বাচিত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/01/1733046994-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ট্রাম্প অনুগত কাশ প্যাটেল এফবিআইপ্রধান হিসেবে নির্বাচিত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/01/1452655" target="_blank"> </a></div> </div> <p>মাত্র এক দিন আগেই ট্রাম্প তার আরেক মেয়ের শ্বশুর চার্লস কুশনারকে ফ্রান্সে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন। চার্লস কুশনার ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার শ্বশুর।</p> <p>ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরে সক্রিয় ছিলেন মাসাদ বোলাস। বিশেষ করে আরব-মার্কিন মুসলিম ভোটারদের মন জয়ে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন।</p> <p>মাসাদের বাবা ও দাদা—দুজনই লেবাননের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার শ্বশুর লেবাননের রাজনৈতিক দল ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্টের অর্থের যোগনদাতা। এটি হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট একটি খ্রিষ্টান দল।</p>