<p>অন্তর্বর্তী সরকার দেশে-বিদেশি বিনিয়োগ বাড়াতে এবং ব্যবসার পরিবেশ সৃষ্টি করতে জোর দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করলে আমরা সবাই উপকৃত হব।’</p> <p>সোমবার (২ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচাম) আয়োজিত ‘এফডিআই ইকো সিস্টেম টু বোস্ট সাসটেইনেবল ইকোনমিক গ্রোথ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি উপদেষ্টা এসব কথা বলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করল ইসি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/02/1733130126-95474b102319ba183aad222aee334702.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করল ইসি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/02/1453009" target="_blank"> </a></div> </div> <p>অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা পিটার ডি. হাস ও এক্সিলারেট এনার্জির বাংলাদেশের লোকাল এজেন্ট হাবিব ভূইঁয়া। অ্যামচামের সহসভাপতি এরিক এম ওয়াকারসহ প্রমুখ।</p> <p>ফাওজুল কবির খান বলেন, বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা চার হাজার মিলিয়ন ঘনফুট। এর মধ্যে আমদানি করা এলএনজি (তৈরীকৃত প্রাকৃতিক গ্যাস)সহ প্রায় তিন হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন ঘাটতি থাকছে এক হাজার মিলিয়ন ঘনফুটের মতো। বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের চাপ কমিয়ে আনতে ইতিমধ্যে ৪০টি নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই ৪০টি নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎকেন্দ্রের উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে। স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের জ্বালানি রূপান্তরে অংশগ্রহণের জন্য আহ্বান জানান জ্বালানি উপদেষ্টা।</p> <p>অধ্যাপক ম. তামিম তাঁর বক্তব্যে বাংলাদেশে আরো বেশি সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করার জন্য শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো এবং অনুকূল পরিবেশের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলো মোকাবেলা করতে টেকসই বিনিয়োগ দরকার বলেও অধ্যাপক ম. তামিম জানান।</p> <p>প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, ‘আমাদের আরো বেশি বেশি বিদেশি বিনিয়োগ দরকার। এই জন্য আমাদের ব্যাবসায়িক পরিবেশের ওপর গুরুত্ব দিতে হবে।’</p> <p>এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা পিটার ডি. হাস বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অনেক শক্তিশালী অংশীদারি রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কম্পানি বিনিয়োগ করেছে।’ বিনিয়োগকারীদের জন্য নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে অর্থনৈতিক খাতে।</p>