<p>শিকারি যেমন শিকারকে ধরতে সুযোগের অপেক্ষায় থাকেন ঠিক তেমনি জ্যামাইকার স্যাবাইনা পার্কের উইকেটের পেছনে অপেক্ষায় ছিলেন লিটন দাস। আর যেই না সুযোগ পেলেন তখনই ডানদিকে পাখির মতো উড়ে গিয়ে বলটা ধরে ফেললেন বাংলাদেশি উইকেটরক্ষক।</p> <p>লিটনের গ্লাভসে বল জমা হতেই ড্রেসিংরুমের পথ ধরলেন কেভম হজ। তবে ক্যাচটির মূল কারিগর নাহিদ রানা। বাংলাদেশি পেসারের দুর্দান্ত বোলিংয়ে পরাস্ত হয়েই উইকেটের পিছনে ক্যাচ দিতে বাধ্য হন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার। আর রানার উইকেট পাওয়ার চেষ্টাকে দারুণ ক্ষিপ্রতায় পূর্ণতা দিলেন লিটন।</p> <p>৩ রানে হজ ড্রেসিংরুমে ফেরার আগে জীবনও পেয়েছিলেন। আউট হওয়া ৪৫তম ওভারের চতুর্থ বলে তাসকিন আহমেদ ক্যাচ মিস করেছিলেন। তার আগে আরো একটি উইকেট নিয়েছেন রানা। এতে করে দিনের প্রথম সাফল্য পেতেও খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। তৃতীয় দিনের ষষ্ঠ ওভারে উইকেট এনে দেন রানা। ফেরান সেট ব্যাটার ক্রেইগ ব্রাফেটকে।</p> <p>জ্যামাইকার স্যাবাইনা পার্কে গতদিনের মতো আজও শুরুতেই গতির ঝড় তোলেন রানা। সঙ্গে অসম বাউন্স তো ছিলোই। তাতেই পরাস্ত হলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্রাফেট। ইনিংসের ৪২তম ওভারের তৃতীয় বলটি বাড়তি বাউন্স পেলে গালিতে ধরা পড়েন ৩৯ রান করা ব্রাফেট।</p> <p>রানার জোড়া আঘাতের সঙ্গে উইকেট উদযাপনে যোগ দেন তাসকিন। ২ রান করা আলিক অ্যাথানাজেকে নিচু হওয়া  এক বলে বোল্ড করেন তিনি। প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ১০০ রান। ৩১ রানে অপরাজিত থাকা কেসি কার্টিকে সঙ্গ দিচ্ছেন ব্যাটিংয়ে নামা জাস্টিন গ্রেভস। প্রতিপক্ষের ৪ উইকেটের ৩ টিই নিয়েছেন রানা।</p>