<p>গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুলিশের ওপর হামলার ঘটনায় ৪৫৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার (১ ডিসেম্বর) রাতে এসআই আল আমিন বাদী হয়ে কোটালীপাড়া থানায় ৫৫ জনের নাম উল্লেখ করে ও ৪০০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে এ মামলা দায়ের করেন।</p> <p>মামলা সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর বিকেলে কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাটে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রম্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীদের হামলায় কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদসহ ৩ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনার ৬ দিন পর কোটালীপাড়া থানা পুলিশ ৪৫৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে শান্তিতে বসবাস করবে’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/02/1733123068-a4dba9b67cf54c1c9da7b162dfbc1b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে শান্তিতে বসবাস করবে’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/02/1452990" target="_blank"> </a></div> </div> <p>কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রম্মচারীকে গ্রেপ্তারের পর তার মুক্তির দাবিতে ২৬ নভেম্বর বিকালে উপজেলার ভাঙ্গারহাট এলাকায় সনাতনী সম্প্রদায়ের কয়েক শো বিক্ষুব্ধ লোক জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় আমরা সড়ক থেকে বিক্ষোভকারীদের সরে যেতে বললে তারা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমিসহ ৩ পুলিশ সদস্য আহত হই। এ ঘটনায় ৫৫ জনের নাম উল্লেখ করে ও ৪০০ জনকে অজ্ঞাত দেখিয়ে মামলা দায়ের করা হয়েছে।’</p>