<p>সিরাজগঞ্জের বেলকুচিতে দুস্থদের জন্য বরাদ্দকৃত স্বল্পমূল্যের প্রায় ১০ মেট্রিক টন চাল জব্দ করেছে যৌথ বাহিনী। চাল পাচারের অভিযোগে সোমবার (২ ডিসেম্বর) রাজাপুর ইউনিয়নের ভুইয়াপাড়া ও ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ডিলারসহ পাঁচজনকে আটক করা হয়।</p> <p>ভুইয়াপাড়া এলাকা থেকে অবৈধভাবে মজুদ রাখা অবস্থায় প্রায় সোয়া তিন মেট্রিক টন চাল জব্দ করা হয়। এ ঘটনায় ডিলার কবিরুল ইসলাম, মজুদকারী আলতাব হোসেন, নুর মোহাম্মদ ও আব্দুল ওয়াহাবসহ চারজনকে আটক করা হয়। </p> <p>এর আগে বিকেলে কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পৌনে সাত মেট্রিক টন চালসহ মজুদকারী সাইফুল ইসলামকে আটক করে যৌথবাহিনী। </p> <p>বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া জানান, চাল পাচারের দুটি ঘটনায় ডিলার ও মজুদকারীসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। </p> <p>সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল নাহিদ আল আমীন বলেন, চাল পাচার ও বিক্রির ঘটনায় সঙ্গে ডিলার করিরুলের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখতে তাকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।</p>