<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে গ্রেপ্তার এবং পরে মুক্তি দেওয়া ৭৫ জনের মধ্যে ২৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মন্ত্রণালয় থেকে জানানো হয়, এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে আবুধাবির স্থানীয় সময় দুপুর ২টায় রওনা হন ক্ষমা পাওয়া ২৪ বাংলাদেশি। বাংলাদেশের স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। </span></span></span></span></span></p>