<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে মানববন্ধন করেছে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। এ সময় তারা প্রশাসনের কাছে তাদের অসহায়ত্বের কথা তুলে ধরে স্মারকলিপিও দিয়েছে। তারা নিত্যপণ্যকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার আহবান জানায়। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন :</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহী অফিস জানায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে ক্যাব রাজশাহী জেলা কমিটি। মানববন্ধনে আইনে নিষিদ্ধ খোলা ভোজ্য তেল (ড্রামে) বিক্রি বন্ধের পাশাপাশি বাজারকে ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে সরকারের প্রতি আহবান জানানো হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত মানববন্ধন থেকে এই আহবান জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ক্যাব রাজশাহীর উপদেষ্টা (অভিযোগ) ইঞ্জিনিয়ার খাদেমুল ইসলাম। এ সময় ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় বত্তৃদ্ধতা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর মুহাম্মদ আব্দুস সালাম আল-মাদানী, ক্যাব জেলা কমিটির উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান বাদল, ক্যাব জেলা কমিটির উপদেষ্টা ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, ক্যাব রাজশাহীর সংস্কৃতিবিষয়ক সম্পাদক কবি অম্লান অনিরুদ্ধা, ক্যাব রাজশাহী ইয়ুথ শাখার সভাপতি জুলফিকার আলী প্রমুখ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা লাভের কারণে আলু ও পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিসহ বোতলজাত ভোজ্য তেল খোলা বিক্রির প্রতিবাদে সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছেন ক্রেতারা। ক্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বত্তৃদ্ধতা করেন ক্যাব জেলা সাধারণ সম্পাদক এস এম শাহীন। চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, ক্যাব চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল সকালে চুয়াডাঙ্গা শহরের বাণিজ্যকেন্দ্র শহীদ আবুল হোসেন সড়কের বাদুড়তলায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বত্তৃদ্ধতা করেন ক্যাব চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, ক্যাব সদস্য লিটু বিশ্বাস, কানিজ সুলতানা, জাহানারা খাতুন, উম্মে হাবিবা, শেখ লিটন, সাইদুর রহমান প্রমুখ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীতে আলু ও পেঁয়াজের মূল্যবৃদ্ধি ও নিষিদ্ধ ড্রামের খোলা সয়াবিন তেল বিক্রির প্রতিবাদে মানববন্ধন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ক্যাব রাজবাড়ী জেলা শাখা। গতকাল সকাল ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তাদের মানববন্ধন হয়।</span></span></span></span></span></p>