<p>কক্সবাজার শহরতলির খুরুস্কুল এলাকায় সিএনজি অটোরিকশা তল্লাশি করে দুটি দেশীয় তৈরি অস্ত্র ও ৫ রাউন্ড কার্তুজসহ দুজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখা সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই অভিযান চালায়। </p> <p>গ্রেপ্তার হওয়া দুজন হলেন- কক্সবাজার শহরতলির ঝিলংজা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লিংকরোড মুহুরী পাড়ার বজল কবিরের ছেলে আবদুর রহিম ওরফে ইলিয়াস (৩৮) ও একই ওয়ার্ডের দক্ষিণ মুহুরী পাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে মো. ওসমান (৫৪)। এদের মধ্যে আবদুর রহিম ওরফে ইলিয়াস হলেন সিএনজি চালক।</p> <p>কক্সবাজার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খুরুস্কুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছনখোল বাজার রোড থেকে সাম্পানঘাট পাড়াগামি রাস্তার মুখে জাহাঙ্গীর কাশেমের মাছের প্রজেক্টের সামনে দাঁড়ানো সিএনজি অটোরিকশার পেছনের সিট থেকে ওই অস্ত্র উদ্ধার করা হয়।</p> <p>উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দুইটি দেশীয় তৈরি এলজি ও ৫ রাউন্ড কার্তুজ। ওই সময় সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।</p> <p>পুলিশ সূত্র মতে, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। অভিযানকালে আলামতসহ সিএনজি চালক আবদুর রহিম ওরফে ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে মো. ওসমানকে শহরতলির লিংক রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।</p> <p>এই ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এসপি মুহাম্মদ রহমত উল্লাহ। </p>