<p>কক্সবাজার শহরের ঈদগাহ ময়দানসংলগ্ন তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ছিনতাইকাজে ব্যবহৃত ব্যাটারিচালিত একটি ইজি বাইকসহ ৫ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।</p> <p>আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে এ অভিযান পরিচালনা করেন কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময়ে দূরপাল্লার যানবাহনে কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকসহ স্থানীয়দের শিকারের জন্য ওত পেতে থাকা অবস্থায় পুলিশ তাদের গ্রেপ্তার করে।</p> <p>কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, এসব ছিনতাইকারীর অন্যতম টার্গেট থাকে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে এমন সময়ে দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারে ভ্রমণে এসে থাকেন। বিশেষ করে ভোরবেলায় দূরপাল্লার যানবাহনের পর্যটক যাত্রীদের শিকার করার জন্য ওত পেতে থাকে ছিনতাইকারীরা।</p> <p>পুলিশ সুপার জানান, কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির এসআই সৌরভ বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ভোরে এ অভিযান পরিচালনা করে। পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা হলেন কক্সবাজার শহরের সমিতি পাড়ার মো শাহেদ হোসেন, নূর নবী, মোকতার আহমেদ, চকরিয়ার ঢেমুশিয়া গ্রামের নূর নবী ও মহেশখালীর আবদুর রহিম।</p> <p>পুলিশ ছিনতাইকারীদের নিকট থেকে অত্যাধুনিক তিনটি ছুরি উদ্ধার করেছে। প্রসঙ্গত, কক্সবাজার সদর মডেল থানা পুলিশ গতকাল সোমবার শহরের সৈকতের ঝাউবাগান থেকে ৪টি আগ্নেয়াস্ত্রসহ ২ দুর্বৃত্ত এবং শহরতলির খুরুশকুল এলাকা থেকে আরো ২টি আগ্নেয়াস্ত্রসহ ২ জনকে আটক করে।</p>