বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন, যা বলছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন, যা বলছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন ইস্যুতে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের ব্যাপারটি বাংলাদেশ ও ভারতের সরকারের ওপরই ছেড়ে দিয়েছে বলে জানিয়েছেন দেশটির স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র। 

সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা বাংলার করা এক প্রশ্নের জবাবে স্থানীয় সময় মঙ্গলবার (৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র এ কথা জানান।

আরো পড়ুন
এক-এগারোর মতো টার্গেটে ব্যবসায়ীরা!

এক-এগারোর মতো টার্গেটে ব্যবসায়ীরা!

 

ভয়েস অব আমেরিকা বাংলার পক্ষ থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা তৈরি হওয়ার আলোকে আঞ্চলিক নিরাপত্তা প্রোমোটে যুক্তরাষ্ট্র কী ধরণের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে বলে একটি প্রশ্ন করা হয়।

এ প্রশ্নের উত্তরে ই-মেইল বার্তায় স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জানান, ‘আমরা বাংলাদেশ ও ভারত উভয়ের সঙ্গেই আমাদের সম্পর্ককে গভীরভাবে মূল্য দিই। তাদের একে অপরের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ব্যাপারটি আমরা বাংলাদেশ ও ভারতের সরকারের উপরই ছেড়ে দিয়েছি।’

আরো পড়ুন
জুলুম করে নেওয়া হয়েছিল ৪০ ব্যক্তি-প্রতিষ্ঠানের টাকা

জুলুম করে নেওয়া হয়েছিল ৪০ ব্যক্তি-প্রতিষ্ঠানের টাকা

 

বাংলাদেশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত থেকে বাংলাদেশের ভারতীয় দূতাবাসে স্বাভাবিকের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। ভারতীয় দূতাবাসের সামনে ও এর আশপাশে বাড়তি পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে।

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতাবিষয়ক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অতিরঞ্জিত ছিল বলে দাবি করে আসছে বাংলাদেশ সরকার।

আরো পড়ুন
বাংলাদেশের ট্যাংকের বহর ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছে?

বাংলাদেশের ট্যাংকের বহর ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছে?

 

এদিকে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কথিত ‘নিষ্ক্রিয়তা’র অভিযোগের ব্যাপারটি যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে, এমন প্রশ্নের জবাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, ‘আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ওপর সহিংসতা ও তাদের প্রতি অসহিষ্ণুতার যেকোনো ঘটনার নিন্দা জানাই এবং বাংলাদেশের সব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের নেওয়া অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানাই।’

আরো পড়ুন
বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত যুক্তরাষ্ট্রের

 

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়নের ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের ব্যাপারে জানতে চাইলে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন (করার স্বাধীনতাকে) মৌলিক স্বাধীনতা হিসেবে সমর্থন করে। আমরা নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারসহ আমাদের সব অংশীদারদের কাছে সেই সমর্থনের কথা জানাই।

মন্তব্য

সম্পর্কিত খবর

আলোচিত-১০ (২০ মার্চ)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার

আগামী তিনদিন বৃষ্টির পূর্বাভাস, কমবে গরম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আগামী তিনদিন বৃষ্টির পূর্বাভাস, কমবে গরম
ছবি : ফোকাস বাংলা

রাজধানীর আকাশ বৃহস্পতিবার দিনের অনেকটা সময়ই ছিল মেঘলা। কখনো কখনো কয়েক ফোঁটা বৃষ্টিও ঝরেছে। আর এতেই ঢাকায় আগেরদিনের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা কমেছে প্রায় সাড়ে ছয় ডিগ্রি। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী রবিবার পর্যন্ত সারা দেশেই এমন পরিস্থিতি থাকতে পারে।

পরিমাণে অল্প হলেও বৃষ্টি হতে পারে বিভিন্ন অঞ্চলে। রয়েছে শিলাবৃষ্টির আশঙ্কাও। সব মিলিয়ে তাপমাত্রাও কম থাকতে পারে এসময়। 

আরো পড়ুন
শহীদ পরিবারের নিরাপত্তায় যা বললেন তাসনিম জারা

শহীদ পরিবারের নিরাপত্তায় যা বললেন তাসনিম জারা

 

জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক কালের কণ্ঠকে বলেন, ‘আগামী ২৩ মার্চ (রবিবার) পর্যন্ত দেশে বৃষ্টি কিছুটা বেশি থাকতে পারে।

ফলে সারা দেশে তাপমাত্রাও কম থাকতে পারে। আগামী ২৫ বা ২৬ মার্চ থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে।’ 

নাজমুল হক জানান, আগামী রবিবার পর্যন্ত্ম খুলনা ও সিলেট বিভাগ, ঢাকার পূর্বাংশ এবং রাজশাহী বিভাগের কিছু অংশ বিশেষ করে রাজশাহী, সিরাজগঞ্জ ও পাবনা জেলায় বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে। 

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের এই সাত বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবারও। 

আরো পড়ুন
হামাসের সঙ্গে যোগসূত্রের অভিযোগে যুক্তরাষ্ট্রে ভারতীয় গবেষক আটক

হামাসের সঙ্গে যোগসূত্রের অভিযোগে যুক্তরাষ্ট্রে ভারতীয় গবেষক আটক

 

বৃষ্টির সম্ভাবনা থাকায় সারা দেশে তাপমাত্রাও কমতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে। তাপমাত্রা কমার প্রবণতা থাকতে পারে আগামীকালও।

 

এদিকে বৃহস্পতিবার  দেশের কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে। রাজধানীসহ বেশিরভাগ অঞ্চলেই বৃষ্টিপাতের পরিমাণ ছিল এক মিলিমিটার বা এরও কম। সর্বোচ্চ ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে সিলেটে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এসময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯.৫ ডিগ্রি। 

মন্তব্য

ট্যুরিজমকে তামাকমুক্ত করতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ট্যুরিজমকে তামাকমুক্ত করতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা
সংগৃহীত ছবি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘ট্যুরিজমকে তামাকমুক্ত সেক্টর করতে সবার প্রচেষ্টা চালাতে হবে। যদিও উড়োজাহাজ ধূমপানমুক্ত করা হয়েছে, কিন্তু হোটেলগুলো এখনো ধূমপানমুক্ত করা যায়নি। তবে এ বিষয়ে শিগগিরই তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধন করা হচ্ছে।’ 

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, এটিজেএফবির আজকের এই আয়োজন নারীর নতুন দিগন্ত উন্মোচন হবে। আজ যে ১০ জন নারীকে দেখলাম তারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এখন তারা সমাজের অন্য নারীদের উৎসাহিত করবেন। নারীকে সামনে এগিয়ে নিতে এই ধরনের উদ্যোগ প্রতিবছর নিয়মিত আয়োজনের আহ্বান জানিয়েছেন তিনি।

 

আরো পড়ুন
শহীদ পরিবারের নিরাপত্তায় যা বললেন তাসনিম জারা

শহীদ পরিবারের নিরাপত্তায় যা বললেন তাসনিম জারা

 

তিনি বলেন, পর্যটন ও এভিয়েশনের সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ওতপ্রোতভাবে জড়িত। দুধ, ডিম, মাছ, মাংস ছাড়া পর্যটন ও এভিয়েশন চলবে না। ডিম, মাটন, দুধ যা-ই বলি না কেন এ সেক্টরে গ্রামীণ নারীদের অবদান কোন অংশে কম নয়। ফলে দেখা যাচ্ছে আমিষের জোগান নারীদের মাধ্যমেই হয়ে আসছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, বিমানের এমডি ও সিইও ড. মো. সাফিকুর রহমান। এতে আরো বক্তৃতা করেন এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার ও সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব।

উল্লেখ্য, বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন নারীকে ‘এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়েছে। এবার ছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দ্বিতীয় আসর।

অনুষ্ঠানে পাইলট ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফার্স্ট অফিসার ফারিহা তাবাসসুম এ সম্মাননা অর্জন করেছেন।

অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইঞ্জিনিয়ারিং অফিসার তাহমিনা আক্তার এভিয়েশন গ্রাউন্ড সার্ভিস ক্যাটাগরিতে বিমানের ম্যানেজার-গ্রাউন্ড সার্ভিস নিলুফা ইয়াসমিন, ক্যাবিন ক্রু ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্টুয়ার্ড জিনিয়া ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।

আরো পড়ুন
চীনা দূতাবাস থেকে কয়েক কোটি টাকার যন্ত্রপাতি পেল ঢামেক

চীনা দূতাবাস থেকে কয়েক কোটি টাকার যন্ত্রপাতি পেল ঢামেক

 

এ ছাড়া ট্যুরিজম সিকিউরিটি ক্যাটাগরিতে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, হোটেল উদ্যোক্তা ক্যাটাগরিতে হোটেল সারিনার চেয়ারপারসন সাবেরা সারওয়ার নীনা, ট্যুরিজম উদ্যোক্তা ক্যাটাগরিতে ওয়ান্ডার উইম্যানের প্রতিষ্ঠাতা ও সিইও সাবিরা মেহরিন সাবা, এবং প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা ক্যাটাগরিতে গ্যালাক্সি বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ও করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান ওয়ামিয়া ওয়ালিদ সম্মানিত হয়েছেন।

সাংবাদিকতা ক্যাটাগরিতে বৈশাখী টিভির যুগ্ম সম্পাদক রিতা নাহার এবং ভ্রমণ ক্যাটাগরিতে বিশ্বের ১৭৮টি দেশে বাংলাদেশের পতাকা বহনকারী প্রথম বাংলাদেশি নাজমুন নাহার এই অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

আইকন অ্যাওয়ার্ডের টাইটেল স্পন্সর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং সহযোগী হিসেবে ছিল ইথিউপিয়ান এয়ারলাইনস।

মন্তব্য

চীনা দূতাবাস থেকে কয়েক কোটি টাকার যন্ত্রপাতি পেল ঢামেক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চীনা দূতাবাস থেকে কয়েক কোটি টাকার যন্ত্রপাতি পেল ঢামেক
উপহারকৃত যন্ত্রপাতি

চীনা দূতাবাসের পক্ষ থেকে কয়েক কোটি টাকা মূল্যের ২৪টি ভেন্টিলেটর, ৪৬টি হাই-ফ্লো থেরাপি মেশিন উপহার পেয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ। চলতি বছরের ১৮ মার্চ এবং ১৯ মার্চ চীনা দূতাবাস মেশিনগুলো ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

ঢাকা মেডিক্যালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান চীন দূতাবাস কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘বর্তমান পেক্ষাপটে এই  যন্ত্রপাতিগুলো আমাদের হাসপাতালের ভর্তীকৃত রোগীদের অনেক উপকারে আসবে এবং আমাদের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে সহায়তা করবে।’ 

তিনি চীন দূতাবাস কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং এই পুরো প্রক্রিয়ায় বিশেষ অবদানের জন্য হাসপাতালের উপপরিচালক ডাক্তার মো. আশরাফুল আলমকেও ধন্যবাদ জানান।

এত বিপুলসংখ্যক ভেন্টিলেটর পেয়ে ঢাকা মেডিক্যালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক আব্দুল হানিফ টাবলুও চীনা দূতাবাসকে ধন্যবাদ জানান। তিনি স্বাস্থ্য খাতে চীন বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

আরো পড়ুন
রোগী নিয়ে দুই ‘দালালের’ মারামারি

রোগী নিয়ে দুই ‘দালালের’ মারামারি

 

ঢাকা মেডিক্যালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চীনা দূতাবাসের সহযোগিতাকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সদস্যসচিব ডাক্তার জাকারিয়া আল আজিজ, হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রহমান, হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার নোমানসহ আরো অনেকে।

এই প্রসঙ্গে ঢাকা মেডিক্যালের উপপরিচালক ডাক্তার মো. আশরাফুল আলম বলেন, ‘চীন বাংলাদেশের অনেক পুরাতন এবং পরীক্ষিত বন্ধু।

চীন দূতাবাসের এই সহযোগিতা ঢাকা মেডিক্যালে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে এবং সার্বিক সেবার মান বৃদ্ধিতে কাজে লাগবে। কভিড দুর্যোগেও চীন আমাদের পাশে ছিল। ভালো ব্যবহার এবং যোগাযোগ দক্ষতার মাধ্যমেও অনেক ভালো কিছু সম্ভব।’ ভবিষ্যতেও স্বাস্থ্যসেবা খাতে চীনের এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলেই তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবার গুণগত মান বৃদ্ধির জন্য আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন। আশরাফুল আলম সরকারের এই উদ্যোগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতার কথাও উল্লেখ করেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ