<p>প্রাক্তন প্রেমিক ও তার বান্ধবীকে হত্যার অভিযোগে বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরিকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যমে আলিয়ার গ্রেপ্তারের খবরটি আসে। যা নিয়ে বেশ তোলপাড় চলছে শোবিজ অঙ্গনে। চলছে ব্যাপক আলোচনা। তবে এসেবের মাঝে একেবারেই নিরব নার্গিস! বরং নিজের আসন্ন সিনেমা নিয়েই ব্যস্ত এ অভিনেত্রী।</p> <p>নার্গিস তার বোনের দিকে ওঠা অভিযোগ সংক্রান্ত কোনও মন্তব্য করেননি। উল্টো এই বিতর্কের মধ্যেই সামাজিক মাধ্যমে অভিনেত্রী তার আসন্ন সিনেমার ঝলক প্রকাশ করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে সিনেমার সেই ঝলক পোস্ট করে নার্গিস লিখেছেন, ‘আমরা আসছি।’ এতে নার্গিসের আরও দুই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ ও সোনম বাজওয়াকে দেখা যাচ্ছে।</p> <p>নার্গিসের এমন আচরনে নেটিজেনদের মনে প্রশ্ন, তাহলে বোনের এমন বিপদে পাশে দাঁড়াবে না নার্গিস? তবে বিষয়টি আসলে ভিন্ন। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, একমাত্র বোন আলিয়ার সঙ্গে নাকি ২০ বছর আগেই সমস্ত যোগাযোগ বন্ধ করেছেন নার্গিস! তবে কী কারণে বোনের সঙ্গে নার্গিসের কোনও সম্পর্ক নেই, তা এখনও স্পষ্ট নয়। নার্গিসও নাকি বোনের এই ঘটনা সংবাদমাধ্যম সূত্রেই জানতে পেরেছেন।</p> <p>গণমাধ্যমসূত্রে জানা যায়, নার্গিসের বোন আলিয়া একটি দোতলা গ্যারেজে আগুন লাগিয়ে দেন। আগুন লাগানোর ঘটনায় আলিয়ার প্রাক্তন প্রেমিক এডওয়ার্ড জেকবস (৩৫) ও জেকবসের বান্ধবী আনাস্তাসিয়া এটিনি (৩৩)-এর মৃত্যু হয়। দুজন যখন গ্যারেজে ছিলেন সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে ও বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুজনের মৃত্যু হয়। নিউ ইয়র্কের কুইন্সে গত ২ ডিসেম্বর সকালে আলিয়া একটি বাড়ির গ্যারেজে যেয়ে চিৎকার করে বলেন, আজকে তোমাদের সবাইকে মরতে হবে। শব্দ পেয়ে একজন প্রত্যক্ষদর্শী এসে দেখেন বাড়িতে আগুন লেগে গেছে। এ সময় বাড়ির ভেতরে আলিয়ার সাবেক প্রেমিক এডওয়ার্ড জ্যাকবস (৩৫) ঘুমচ্ছিলেন এবং তার বান্ধবী অ্যানাস্টাসিয়া এটিয়েন (৩৩) আগুনের ধোঁয়া দেখে নিচে আসেন। তবে তিনি জ্যাকবসকে উদ্ধার করতে আবারও বাড়ির ভেতরে ফিরে যান। তারা দুইজনই অতিরিক্ত তাপ এবং ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে মারা যান। </p> <p>এ ঘটনায় আলিয়া ফাখরিকে গ্রেপ্তার করা হয়েছে। দোষী সাব্যস্ত করা হলে, তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তবে নার্গিস চুপ থাকলেও তার মা মেয়ে আলিয়ার বিরুদ্ধে ওঠা খুনের অভিযোগ মানতে নারাজ। তার দাবি, আলিয়া খুবই ভালো মানুষ। সকলের যত্ন নেন, সাহায্য করেন, তিনি এমন কোনও অপরাধ করতে পারেন না।</p>