<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের লখনউয়ের একটি হোটেলে মা ও চার বোনকে হত্যার অভিযোগ উঠেছে আরশাদ নামের এক যুবকের বিরুদ্ধে। ভয়াবহ এই হত্যার পর নিজেই একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। আরশাদ দাবি করেছেন, তাঁদের নিজ বাড়ি থেকে বাংলাদেশি বলে উচ্ছেদ করেছে তাঁদের প্রতিবেশী ও মাফিয়ারা। তাঁর শঙ্কা ছিল, তাঁকে ও তাঁর বাবাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে নিয়ে তাঁর বোনদের বিক্রি করে দেওয়া হতে পারে। এমন শঙ্কা ও ক্ষোভ থেকে তিনি মা ও বোনদের হত্যা করেছেন। দিন তিনেক আগে নতুন বছর উদযাপন করার জন্য ৯ বছরের আলিয়া, ১৯ বছরের আলিশা, ১৬ বছরের আকসা এবং ১৮ বছরের রেহমিন মা ও ভাইয়ের সঙ্গে আগ্রা থেকে লখনউতে এসেছিল। পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার রাতে মা-বোনদের সঙ্গে হোটেলে ছিল আরশাদ। তবে পাঁচজনের দেহে আঘাতের চিহ্নও ছিল। তদন্তে নেমে একটি ভিডিও হাতে আসে পুলিশের, যা হত্যাকাণ্ড ঘটানোর পর রেকর্ড করেছিলেন আরশাদ।  সূত্র : এনডিটিভি</span></span></span></span></span></p>