<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মোজাম্বিকে রাজনৈতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনা হবে। মোজাম্বিকের পাশের দেশ মালাউই হয়ে তাঁদের ফিরিয়ে আনা হবে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের সূত্র জানায়, মোজাম্বিকে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছে সরকার। যেসব বাংলাদেশি ফিরতে আগ্রহী, তাঁদের মোজাম্বিক থেকে সড়কপথে  মালাউইতে আনা হবে। তারপর মালাউই থেকে বিমানযোগে দেশে ফিরিয়ে আনা হবে। সূত্র আরো জানায়, মোজাম্বিকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরকার আলোচনা করেছে। সেখান থেকে অনেকেই ফিরতে আগ্রহী। যাঁরা অনিয়মিত রয়েছেন, তাঁদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হবে। ফিরতে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। কতজন ফিরতে আগ্রহী সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মোজাম্বিকের রাজনৈতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশি ব্যবসায়ীদের বেশ কিছু দোকানপাট লুটপাট হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>