নাগরিক উৎসব
চট্টগ্রামে মাসব্যাপী ফুলমেলা
প্রকৃতির বিস্ময়কর উপাদান ফুলের প্রতি মানুষের টান সহজাত। বাতাসের হালকা পরশে রঙিন পাপড়ি নিয়ে ফুল যখন দুলতে থাকে, তখন দুই চোখ ভরে এই অপার্থিব সৌন্দর্য কে না উপভোগ করতে চায়? চট্টগ্রামবাসী সত্যিই ভাগ্যবান। নগরযন্ত্রণার ভিড়ে তারা মাসব্যাপী ফুল উৎসবে মেতে থাকার সুযোগ পাচ্ছে
এনায়েত হোসেন মিঠু, চট্টগ্রাম
সম্পর্কিত খবর