<p style="text-align:justify">ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম চলতি ডিসেম্বর মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে। নভেম্বর মাসে নির্ধারিত মূল্য অপরিবর্তিত রেখেই ১২ কেজির এলপিজি সিলিন্ডার এক হাজার ৪৫৫ টাকায় বিক্রি হবে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে ঢাকায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনে এলপিজির দাম অপরিবর্তিত রাখার বিষয়টি জানান।</p> <p style="text-align:justify">গত নভেম্বর মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডার এক হাজার ৪৫৫ টাকায় বিক্রি হয়েছে। চলতি মাসেও একই দরে বিক্রি হবে এলপিজি।</p> <p style="text-align:justify">বিইআরসি চেয়ারম্যান জানান, ডলারের বিনিময় হার খুব বেশি পরিবর্তন না হওয়ায় এলপিজির দাম অপরিবর্তিত রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।</p> <p style="text-align:justify">গত নভেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ টাকা কমিয়ে এক হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়। এর আগে, সেপ্টেম্বর মাসের তুলনায় ৩৫ টাকা বাড়িয়ে অক্টোবরে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয় এলপিজির দাম।</p> <p style="text-align:justify">গত সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইয়ে বাড়ানো হয়েছিল যথাক্রমে ৪৪ টাকা, ১১ টাকা ও ৩ টাকা। সে সময় ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় যথাক্রমে ১ হাজার ৪২১ টাকা, ১ হাজার ৩৭৭ টাকা ও ১ হাজার ৩৬৬ টাকা।</p> <p style="text-align:justify">নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৬ টাকা ৮৪ পয়সা নির্ধারণ করা হয়। বিইআরসি ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে।</p>