<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা জানিয়ে দিয়েছেন, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে একচুলও ছাড় দেবেন তা তারা। এদিকে আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনারের হামলার প্রতিবাদে সারা দেশে পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিভিন্ন ব্যানারে সমাবেশ করেন বিক্ষোভকারীরা।</p> <p><strong>টাঙ্গাইল </strong></p> <p>বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে টাঙ্গাইল শহরের শহীদ মিনার চত্বর থেকে মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা।  এই মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি মনিরুল ইসলাম, আল আমিন, ফাতেমা রহমান বিথি, আল আমিন সিয়াম, আবু আহমেদ শেরশাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। </p> <p><strong>রংপুর</strong></p> <p>বাংলাদেশবিরোধী ভারতীয় ষড়যন্ত্র, আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা-ভাঙচুর, পতাকা অবমাননা ও আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রংপুর মহানগর বিএনপি। মঙ্গলবার সন্ধ্যায় রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপির নেতাকর্মীরা। </p> <p>এই সমাবেশে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু বলেন, একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধে ভারত তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য পাকিস্তানকে বাংলার মুক্তিকামী মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে।</p> <p>তিনি আরো বলেন, ভারত যদি বাংলাদেশকে ছোট করে দেখে তাহলে ভারতের সরকার ভুলের স্বর্গরাজ্যে আছে। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এ দেশের জনগণ একাত্তরে স্বাধীনতা যুদ্ধ করে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করেছে।</p> <p>এই প্রতিবাদ সমাবেশে মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আহ্বায়ক সামসুজ্জামান সামু। এ সময় রংপুর মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতী দল, মহিলা দল, ওলামা দল, জাসাসসহ মহানগরের ৩৩টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।</p> <p><strong>বরিশাল</strong></p> <p>ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করে জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় রহমতপুর-মীরগঞ্জ সড়কের বাবুগঞ্জ কলেজগেট থেকে মিছিলটি বের করে স্টিল ব্রিজ প্রদক্ষিণ করে ব্রিজে এসে শেষ করেন তারা।</p> <p><strong>নোয়াখালী</strong></p> <p>ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনসহ দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় উগ্রবাদী জঙ্গিগোষ্ঠীর হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে মিছিলটি মাইজদী পৌর বাজার থেকে শুরু করে শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে পুনরায় পৌর বাজারে এসে সমাবেশ শেষ করেন তারা। </p> <p>নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি গিয়াস উদ্দিন সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, যুগ্ম সম্পাদক অধ্যাপক লিয়াকত আলী খাঁন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কিরণ, সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, সুধারাম থানা বিএনপির সভাপতি সলিমুল্যাহ বাহার হিরণ, সাধারণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কৃষক দলের সভাপতি ভিপি পলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান প্রমুখ। </p> <p><strong>গোপালগঞ্জ</strong></p> <p>ভারতের আগারতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের চৌরঙ্গী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।</p> <p>ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, বক্তারা বলেন, ৫ আগস্টের পর থেকে ভারত বাংলাদেশে সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়েছে। ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না রেখে মিডিয়ার মাধ্যমে উগ্রবাদ ছাড়াচ্ছে।</p> <p><strong>মৌলভীবাজার</strong></p> <p>ভারতে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে এবং দেশের কয়েকটি সীমান্তে ভারতীয় উগ্রবাদী জঙ্গিগোষ্ঠীর হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। মিছিলটি শহরের চৌমুহনা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান সড়কে সমাবেশে মিলিত হয়। </p> <p>এই সমাবেশে ভারতের আগরতলায় বাংলাদেশ হাই কমিশনের হামলাকে অশুভ ইঙ্গিত বলে মন্তব্য করে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, বাংলাদেশ লাখো প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে ভারতের দাসত্ব করতে নয়। ভারত সরকারকে বুঝতে হবে, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এটা ভূটান কিংবা সিকিম নয়। এটা ভারতের কোন প্রদেশও নয়।  </p> <p><strong>ফেনী</strong></p> <p>ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন অফিসে হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী দল (বিএনপি) ফেনী জেলা শাখার নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে শহরের বড় মসজিদ চত্বর থেকে বের হওয়া মিছিলটি শহরের ট্রাংক রোড শহীদ মিনার ঘুরে আবার বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয়।</p> <p>বাংলার মানুষ ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সিকিম নয়, আসাম নয়, এটি আমাদের বাংলাদেশ। এটা ভারত নয়, বাংলাদেশ। এখানে ভারতে মাতব্বরি মেনে নেওয়া হবে না। এটি স্বাধীন দেশ। এদের জনগণের ভবিষ্যৎ তারাই নির্ধারণ করবে। বক্তারা আরো বলেন, টাকা দিয়ে সীমান্তে শেখ হাসিনা এসব করছে। শান্তি রক্ষার কথা বলে পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিসের ইঙ্গিত করছেন? ভারতের কেন্দ্রীয় সরকারকে তার জবাব দিতে হবে। ভারত হাসিনাকে বাঁচানোর জন্য, আমাদের দেশকে অস্থির করে রাখার জন্য একেক দিন একেক ঘটনার জন্ম দিয়ে যাচ্ছে। যাই করুক তারা কিছুই করতে পারবে না।</p> <p><strong>খুলনা</strong></p> <p>ভারতে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের দপ্তরগুলোর সামনে বিক্ষোভ ও ভাঙচুরের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি। মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।</p> <p>সমাবেশে বক্তারা অবিলম্বে বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, গত দুই দিন ধরে আমাদের দূতাবাসগুলোতে ভারতের চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী আক্রমণ করেছে। ভারতীয় জনগণের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। কারণ আমরা একে অপরের সঙ্গে সম্পর্ক রেখে চলি কিন্তু সরকারের উসকানিতে এই সমস্ত দূতাবাসগুলোতে আক্রমণ হয়েছে তা নজিরবিহীন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি এসব ঘটনায় উসকানি দিচ্ছেন।</p> <p><strong>চট্টগ্রাম </strong></p> <p>ভারতে বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলা-ভাঙচুর, জাতীয় পতাকা অবমাননা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীরা। </p> <p>এই সমাবেশে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, দেশে ভারতবিরোধী সেন্টিমেন্ট ধর্মীয় নয়, রাজনৈতিক। এটা ভারতের শাসকগোষ্ঠী যত দ্রুত অনুধাবন করতে পারবে দুদেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে তা মঙ্গলজনক হবে।</p> <p>ভারতের মাটিতে বাংলাদেশ দূতাবাসে ন্যাক্কারজনক হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি আরো বলেন, বাংলাদেশে বিগত ১৬ বছর স্বৈরতন্ত্র বলবৎ রাখতে ভারত নগ্নভাবে আওয়ামী লীগকে সর্বাত্মক সহযোগিতা করেছে। এ দেশের জনগণের ভাত ও ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া পলাতক স্বৈরাচারকে আশ্রয় প্রদানপূর্বক সহযোগিতা অব্যাহত রাখায় দেশের মানুষের মাঝে ভারতবিরোধী সেন্টিমেন্ট আরো তীব্র হয়েছে।</p> <p><strong>বগুড়া</strong></p> <p>ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদীদের হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। মঙ্গলবার বিকেল ৫টায় দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। </p> <p>এর আগে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, বাংলাদেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।</p>