<p>ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতাতে বড় ভূমিকা ছিল স্পিনার সাজিদ খানের। দুই ম্যাচে ১৯ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজ সেরাও। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলে জায়গা হয়নি এই স্পিনারের। </p> <p>সাজিদ খান বাদ পড়লেও দলে ফিরেছেন সাবেক অধিনায়ক বাবর আজম। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ দুই টেস্টের দল থেকে বাদ পড়েন তিনি। বাবর ফিরলেও পেসার শাহিন শাহ আফ্রিদিকে ফেরায়নি পাকিস্তান। এ ছাড়া ২০২১ সালের পর টেস্ট দলে ফিরেছেন পেসার মোহাম্মদ আব্বাস।</p> <p>সাজিদ মূলত বাদ পড়েছেন কন্ডিশনের কারণে। দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট পাকিস্তান খেলবে সেঞ্চুরিয়নে। যে ভেন্যুতে টেস্টে শীর্ষ ১০ উইকেট সংগ্রাহকের মধ্যে একজনও স্পিনার নেই।  দ্বিতীয় টেস্টটি খেলবে কেপটাউনে। যে উইকেটেও ঐতিহাসিকভাবে পেসারদের দাপট দেখা যায়। এখানে সর্বোচ্চ পাঁচ উইকেট সংগ্রাহকের সবাই পেসার।</p> <p>সাজিদ বাদ পড়লেও ইংল্যান্ড বদের আরেক নায়ক নোমান আলিকে রেখেছে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে নোমান আলী ও সাজিদ মিলে শেষ দুই টেস্টে ইংল্যান্ডের ৪০ উইকেটের মধ্যে ৩৯টিই পেয়েছেন। দলে একমাত্র স্পিনারও নোমান। </p> <p>বাবর ফিরেছেন দক্ষিণ আফ্রিকা সফরের তিন সংস্করণে। তিনি ছাড়াও তিন সংস্করণে আছেন মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আগা।</p> <p>টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে পাকিস্তান দক্ষিণ আফ্রিকা সফর। ১০ ডিসেম্বর পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি, সিরিজ শেষ হবে ৩ জানুয়ারিতে শুরু হওয়া কেপটাউন টেস্ট দিয়ে।</p>