<p style="text-align:justify">চট্টগ্রামের লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় আবু বক্কর (৪০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) রাত ৮ টার দিকে সদর ইউনিয়নের কাজীর পুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।</p> <p style="text-align:justify">গ্রেপ্তার আবু বক্কর সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুখছড়ি এলাকার মো. ইউনুছের ছেলে। </p> <p style="text-align:justify">জানা যায়, গত ৫ আগস্ট উপজেলার সদর বটতলী স্টেশন থেকে লোহাগাড়া থানার মূল ফটক পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২৬ আগস্ট লোহাগাড়া থানায় মোহাম্মদ মোমেন হোসেন জয় নামের এক ব্যক্তি বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করেন। </p> <p style="text-align:justify">লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গ্রেপ্তার আবু বক্করকে আদালতে সোপর্দ করা হবে।</p>