<p>নারায়ণগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৮) নামের এক স্কুল প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে।</p> <p>বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনে এই ঘটনা ঘটে।</p> <p>নিহত দেলোয়ার হোসেন নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকার স্থায়ী বাসিন্দা। ঢাকার শ্যামপুর এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি। নিহত ব্যক্তি মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।</p> <p>তার স্ত্রী শিরিন আক্তার মোবাইল ফোনে বলেন, ‘আমার স্বামীর মৃত্যুর খবর শুনেছি, কিন্তু কীভাবে ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানি না।’ খবর পেয়ে পরিবারের সদস্য ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান তিনি। </p> <p>নারায়ণগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নারায়ণগঞ্জ স্টেশনের দিকে ঢুকছিল। এসময় ওই ব্যক্তিসহ কয়েকজন যাত্রী প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। তখন ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।</p>