<p>বাংলাদেশের রাষ্ট্রদূত পরিবর্তন হচ্ছে ২০টি দেশে। এসব দেশ থেকে বর্তমান রাষ্ট্রদূতদের ফিরে আসতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।</p> <p>তিনি বলেন, কূটনীতিকদের সরিয়ে আনার জন্য রাজনৈতিক দলগুলো থেকে যে সুপারিশ আসছে, সেটিও সক্রিয়ভাবে বিবেচনায় রাখা হয়েছে। ডিসেম্বর মাসে বাংলাদেশের বেশ কয়েকজন রাষ্ট্রদূত পিএলআরে চলে যাবেন। তাদের রিকল করা হয়েছে।</p> <p>প্রায় ২০টির মতো দেশে রাষ্ট্রদূত পরিবর্তন হচ্ছে। সেই নিয়োগের উদ্যোগও এর মধ্যে নেওয়া হয়েছে। এগুলোর কিছু বিষয় আছে প্রশাসনিক, এ জন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হচ্ছে না। কিন্তু এ প্রক্রিয়া চলমান রয়েছে।</p>