<p>ভোট ডাকাতির মামলায় বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।</p> <p>মঙ্গলবার (১০ ডিসেম্বর) বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তানভীর রহমান শুনানি শেষে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য টিপুর বিরু‌দ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।</p> <p>এর আগে র‌বিবার জাতীয় পার্টির এই নেতা‌কে ঢাকা থে‌কে একই আদালতে ‌নি‌য়ে আসা হয়। পাশাপা‌শি ভোট ডাকা‌তির মামলায় গ্রেপ্তার দেখা‌নো হয়। তখন টিপুর আইনজী‌বী জামিন আবেদন করলে বিচারক তানভীর রহমান নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।</p> <p>একই দিন (র‌বিবার) মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে বলে জানান আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এএসআই খাদিজা বেগম। মঙ্গলবার জামিন ও রিমান্ড শুনানির দিন ধার্য ছিল। বিচারক শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।</p> <p>আদালত থেকে জাতীয় পার্টির নেতা টিপুকে নেওয়ার সময় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন। তারা টিপুর শাস্তির দাবি জানান। এ ছাড়া অনেককে প্রিজন ভ্যানে জুতা নিক্ষেপ করতে দেখা গেছে।</p> <p>এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল কালাম আজাদ বলেন, এলাকার লোকজন বিক্ষোভ মিছিল করেছে। পরে তাদের শান্ত করা হয়েছে।</p> <p>জানা ‌গে‌ছে, ২১ নভেম্বর বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আনোয়ার হোসেন হেমায়েত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ এনে টিপুসহ ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেন।</p> <p>একাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হয়েছিলেন গোলাম কিবরিয়া টিপু। পরে জয়ী হয়েছিলেন তিনি। তার আগেও তি‌নি দুইবার জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হ‌য়ে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হ‌য়ে‌ছি‌লেন।</p> <p>বাবুগঞ্জ থানায় করা মামলার বরাতে জিআরও বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিয়নের ‘ঠাকুর মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে সকাল ১০টার দিকে আসামিরা রামদা, লাঠিসোঁটা নিয়ে কেন্দ্রে প্রবেশ করে হামলা চালায়। এ সময় বিএনপি দলীয় প্রার্থীর এজেন্টদের মারধর করা হয়। পরে ভোটকেন্দ্রে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।</p> <p>এ ছাড়া মামলার বাদী আনোয়ার হোসেনের মোটরসাইকেল ভাঙচুর করে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে ভোটকেন্দ্র দখল করে আসামিরা। পরে জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর ব্যালট পেপারে সিল মেরে তাকে সংসদ সদস্য নির্বাচিত করেন।</p>