<p>পিরোজপুরে মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন ৩২ জন। কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া সোনার হরিণ খ্যাত এই চাকরি পেয়ে খুশিতে আত্মহারা এসব তরুণ-তরুণী। </p> <p>বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় পিরোজপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এতে চূড়ান্তভাবে ৩২ জনের নাম ঘোষণা করেন পুলিশ সুপার। এর মধ্যে ৩ জন নারী, ১ জন মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন। এ ছাড়া ৪ জনকে ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত করেন। অনুষ্ঠানে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফুল দিয়ে ও মিষ্টিমুখ করান নিয়োগ কমিটির সদস্যরা। </p> <p>এমন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় ১২০ টাকায় চাকরি পেয়ে কান্নায় একে অপরকে জড়িয়ে ধরেন নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা।</p> <p>এ সময় পুলিশ সুপার মুহাম্মদ আবু নাসের বলেন, প্রতিটি মানুষ যদি তাদের নিজ নিজ অবস্থান থেকে সৎ হয়ে কাজ করেন তাহলে দেশ আরো অনেক দূর এগিয়ে যাবে। স্মার্ট পুলিশ তৈরি করার জন্য স্বচ্ছভাবে পিরোজপুরে ৩২ জনকে নিয়োগ দিয়েছি। আলহামদুলিল্লাহ এখানে সবাই মেধাবী। এরা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। ঘুষ ছাড়া যেহেতু চাকরি হয়েছে তারা সৎভাবেই দায়িত্ব পালন করবেন বলে আমি মনে করি।</p> <p>উল্লেখ্য, গত ৪ নভেম্বর পিরোজপুরে ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা শুরু হয়। এতে ২ হাজার ২৮৫ জন আবেদন করেন। শারীরিক যোগ্যতায় বাদ পড়ে লিখিত পরীক্ষায় অংশ নেন ১ হাজার ১৬৯ জন। পরবর্তীতে লিখিত পরীক্ষার জন্য মনোনীত হন ৪৪২ জন। লিখিত পরীক্ষায় পরীক্ষায় ১১৮ জন কৃতকার্য হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেয়।</p> <p>এ সময় উপস্থিত ছিলেন নিয়োগ কমিটির সদস্য বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাছুদুল আলম, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোসা. শারমিন সুলতানা রাখী। জেলা পুলিশের (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁনসহ সাংবাদিকবৃন্দ।</p>