<p><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মো. শাহিনুল আলম। উপাচার্য অধ্যাপক মো. সায়েদুর রহমান প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়ায় শাহিনুল আলম </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অস্থায়ীভাবে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span><span style="font-family:SolaimanLipi"> এই দায়িত্ব পালন করবেন। গতকাল বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা অনুবিভাগের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন। উপসচিব জানান, উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমানকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়ায় গত ১০ নভেম্বর থেকে বিএসএমএমইউয়ের ভিসির পদটি শূন্য হয়ে গিয়েছিল।</span></span></span></span></span></p>