<p>ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মহেন্দ্র ট্রাক্টর ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুন অর রশিদ ও আব্দুল খালেক নামে দুই ভুট্টা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাপোর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। </p> <p>পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, পীরগঞ্জ-বীরগঞ্জ পাকা সড়কে মোটরসাইকেল ও ট্রাক্টর ট্রলির সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেলে থাকা হারুন অর রশিদ ও আব্দুল খালেক গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে হারুন মারা যায়। আব্দুল খালেককে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।</p> <p>হারুন অর রশিদের বাড়ি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মুকন্দপুর গ্রামে আর আব্দুল খালেকের বাড়ি ওই একই উপজেলার ১৩ মাইল গড়েয়া এলাকায়। তারা ধান ও ভুট্টা ব্যবসায়ী বলে জানা গেছে। ঘাতক ট্রলিটি আটক করা সম্ভব হয়নি।</p>