<p>ভালো গল্প ও অভিনয় একটি সিনেমার মূল বিষয় হলেও অনেক সময় পরিচালক সিনেমাটিকে আলোচনায় নিয়ে আসতে আরও একটি বিষয় গল্পের মধ্যে ফুটিয়ে তোলেন। সেটা যৌনতা। বলার অপেক্ষা রাখে না, এমন দৃশ্য সিনেমাকে বিতর্কিত করলেও আলোচনায় থাকে। সিনেমায় যৌনতা দেখতে আগ্রহী থাকে অনেক দর্শক। শারীরিক প্রেম, আসক্তি আর উদ্দাম যৌন মিলনে ভরপুর সিনেমার সঙ্গে যদি মিশে থাকে রহস্য তবে তো সোনায় সোহাগা! ঠিক এমনই কিছু সিনেমার সেরা ঠিকানা নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম ভিডিও। ওয়েব চ্যানেলগুলিতে চোখ রাখলেই মিলবে এমনই একাধিক থ্রিলার সিনেমা যেগুলির গায়ে লেগে আছে শরীরী উষ্ণতার নীল আভা। ঠিক এমনই সেরা ৭ সিনেমার সন্ধান রইল দর্শকদের জন্য।</p> <p><strong>অমর (AMAR)</strong></p> <p><img alt="4" height="281" src="https://www.thewall.in/uploads/2023/03/WhatsAppXImageX2023-03-15XatX16.43X.09X-1024x576.jpeg" width="500" /></p> <p>২০১৭ সালে নেটফ্লিক্সের পর্দায় মুক্তি পায় যৌনতা ও রহস্যে মোড়া এই স্পেনীয় সিনেমাটি। প্রেমের একাধিক সম্ভাবনা কীভাবে পরতে পরতে উন্মোচন করা যায় তার খোঁজেই ছিল লরা এবং কার্লোস। এরপরই তুমুল যৌনতায় জড়িয়ে পড়েন দুজনেই। নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে নায়ক-নায়িকা হয়ে পড়েন লাগামছাড়া। সীমাহীন যৌনতায় ভরা এই সিনেমাটির পরিচালক ছিলেন এস্টেবান ক্রেসপো। লরা এবং কার্লোসের ভূমিকায় ছিলেন আইডা ফোলচ এবং অ্যালবার্তো ফেরেইরো।</p> <p><strong>আফটার (After)</strong></p> <p><img alt="" src="https://www.thewall.in/uploads/2023/03/WhatsAppXImageX2023-03-15XatX16.43X.23X-1.jpeg" /></p> <p>২০১৯ সালে অ্যামাজন প্রাইম ভিডিওয় মুক্তি পায় আফটার সিনেমাটি। দর্শকরা এই সিনেমারসঙ্গে মিল পেতেই পারেন ৩৬৫ ডে’জ এবং ‘ফিফটি শেডস অফ গ্রে’ সিনেমা দুটির। ওই দুই সিনেমার মতোই এতেও এক নারীর জীবনে আচমকাই এসে পড়ে এক রহস্যময় পুরুষ। সেই পুরুষটির আগমনে যেন নিজের যৌনতা বন্ধনহীন হয়ে পড়ে সিনেমার নায়িকার। চিত্র সমালোচকদের কাছ থেকে সিনেমাটি যথেষ্ট নিন্দিত হলেও খোলামেলা যৌন দৃশ্যের জন্য বহু দর্শক সিনেমাটি বারবার দেখেছেন। এতে অভিনয় করতে দেখা গেছে হিরো ফিয়েন্স টিফিন এবং অভিনেত্রী জোসেফিন ল্যাংলর্ডকে।</p> <p><strong>নক নক (Knock knock)</strong></p> <p><img alt="" src="https://www.thewall.in/uploads/2023/03/Knock-Knock-440x570-1.jpg" /></p> <p>২০১৫ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া এই সিনেমাটি যথেষ্ট সাড়া ফেলেছিল দর্শকমহলে। সাধারণত, সিনেমায় বৃষ্টির রাতে দুই অচেনা নারী এক গৃহস্থর ঘরে আশ্রয় নিলে প্রথম থেকেই বাড়তি কৌতূহল তৈরী হয় দর্শকের মনে। এই সিনেমাতেও খেটে গিয়েছিল সেই ফর্মুলা। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে এই দুই নারী হয়তো অশরীরী অথবা ডাকাত। কিন্তু সিনেমা যত এগোতে থাকে দুই নারীর চরিত্রও বেরিয়ে আসতে থাকে খোলস ছেড়ে। শেষমেশ তাদের আশ্রয় দেওয়া সাধারণ একজন গৃহস্থ’র সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনই তাদের মূল উদ্দেশ্য ছিল তা স্পষ্ট হয় সিনেমার শেষে। কিয়ানু রিভস, লরেঞ্জা ইজো এবং অ্যানা দ্য আর্মাস এই সিনেমার প্রধান তিন চরিত্রে অভিনয় করেন।</p> <p><strong>দ্য বয় নেক্সট ডোর (The Boy Next Door)</strong></p> <p><img alt="" src="https://www.thewall.in/uploads/2023/03/The-Boy-Next-Door-440x570-1.jpg" /></p> <p>জেনিফার লোপেজ, রিয়ান গুজম্যান অভিনীত ‘দ্য বয় নেক্সট ডোর’ সিনেমাটি ২০১৫ সালে বক্স অফিসে বিপুল জনপ্রিয়তা পায়। নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার নাম থেকেই পরিষ্কার যে পাশের বাড়ির ছেলে অর্থাৎ প্রতিবেশির সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন নায়িকা। তবে এরপর কোন দিকে গড়ায় এই সম্পর্ক তা জানতে গেলে অবশ্যই দেখতে হবে ‘দ্য বয় নেক্সট ডোর।’</p> <p><strong>ডন জন (Don Jon)</strong></p> <p><img alt="" src="https://www.thewall.in/uploads/2023/03/Don-Jon-440x570-1.jpg" /></p> <p>২০১৩ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ডন জন সিনেমাটিকে একাধারে যৌনতা এবং শিক্ষামূলক দুই-ই বলা যায়। পর্ণ ছবিতে আসক্তি অনেক ক্ষেত্রেই বিপদ ডেকে আনে বিভিন্ন বয়সের মানুষের জীবনে। ঠিক তেমন ভাবেই নায়কের শয্যাসঙ্গিনী হতে অনিচ্ছুক এক নারীকে চ্যালেঞ্জ করতে গিয়ে কীভাবে অশ্লীল ছবিতে আসক্ত হয়ে পড়েন সিনেমার নায়ক, তারই গল্প বলে ডন জন। স্কারলেট জোহানসন, জোসেফ গর্ডন লেভিট এবং পর্ণ অভিনেত্রী মিয়া মালকোভা-কে দেখা গেছে এই সিনেমার বিভিন্ন চরিত্রে।</p> <p><strong>বিএ পাস (B.A Pass)</strong></p> <p><img alt="" src="https://www.thewall.in/uploads/2023/03/B.AX_.-Pass-440x570X.jpg" /></p> <p>অ্যামাজন প্রাইম ভিডিওতে ২০১২ সালে মুক্তি পায় ‘বিএ পাস’ সিনেমাটি। প্রতিবেশিনীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে এক নাবালক। এরপর নানা ঘটনার ঘনঘটায় সেই নাবালক এবং সেই প্রতিবেশিনীর সম্পর্কে চলতে থাকে নানা ওঠাপড়া। সিনেমাটিতে শিল্পা শুক্লা এবং সাদাব কামাল অভিনয় করেছিলেন প্রতিবেশিনী এবং নাবালকের চরিত্রে। এই সিনেমাটিও খোলামেলা দৃশ্যের জন্যই জনপ্রিয়তা পেয়েছে।</p> <p><strong> দ্য পিয়ানো টিচার ( The Piano Teacher)</strong></p> <p><img alt="" src="https://www.thewall.in/uploads/2023/03/The-Piano-Teacher-440x570-1.jpg" /></p> <p>যৌন আবেদনময়ী সিনেমার তালিকায় সবার উপরে থাকবে ‘দ্য পিয়ানো টিচার’ সিনেমাটি। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি শুধু দর্শক মহলেই সমাদৃত হয়েছিল তা নয়, পাশাপাশি, কান চলচ্চিত্র উৎসবেও গ্রাঁ প্রি পুরস্কার জিতে নিয়েছিল দ্য পিয়ানো টিচার। অভিনেতা হাপার্ট এবং ম্যাগিমেল জিতে নিয়েছিলেন সেরা অভিনেতা এবং অভিনেত্রীর পুরস্কার। সিনেমার বিষয়, এক পিয়ানো শিক্ষিকার সঙ্গে তাঁর ছাত্রের সম্পর্ক, যা প্রেমের নয় বরং কিছুটা বিকৃত যৌনেচ্ছার। সিনেমাটি তোলপাড় ফেলে দিয়েছিল সব মহলেই। সিনেমাটি নেটফ্লিক্সে দেখা যাচ্ছে।</p>