<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষারপাত ও ঠাণ্ডার আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির কোটি কোটি মানুষ এই তুষারঝড়ের কবলে পড়তে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) ৩০টি অঙ্গরাজ্যে আবহাওয়ার সতর্কতা জারি করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে শুরু হওয়া ঝড়টি আগামী কয়েক দিনের মধ্যে পূর্ব দিকে অগ্রসর হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কেন্টাকি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, ভার্জিনিয়া, কানসাস, আরকানসাস ও মিসৌরিতে জরুরি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> অবস্থা ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঠাণ্ডার সঙ্গে অনভ্যস্ততার কারণে মিসিসিপি ও ফ্লোরিডায় বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, কিছু কিছু অংশে এটি এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভারি তুষারপাত হতে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অ্যাকুওয়েদারের আবহাওয়াবিদ ড্যান ডিপডউইন বলেন, ২০১১ সালের পর এটি যুক্তরাষ্ট্রের শীতলতম জানুয়ারি হতে যাচ্ছে। তাপমাত্রা ঐতিহাসিক গড়ের নিচে নেমে এক সপ্তাহ ধরে স্থায়ী থাকতে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এনডব্লিউএস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলেও নিম্ন তাপমাত্রা বজায় থাকবে। এ ছাড়া মধ্যাঞ্চলে প্রাত্যহিক জীবনযাপনে ব্যাঘাত ঘটতে পারে এবং সব কিছু বন্ধ হয়ে যেতে পারে। কানসাস ও ইন্ডিয়ানার কোথাও কোথাও আট ইঞ্চি পুরো তুষারপাত হতে পারে। মধ্য-পশ্চিমের কিছু অংশে তুষারঝড়ের আশঙ্কা আছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে যুক্তরাজ্যে গতকাল রবিবার ভয়াবহ তুষারপাতের কারণে বিমানযাত্রা ব্যাহত হয়েছে। ভারি তুষারপাতে ব্যাহত হয়েছে জনজীবন। কোথাও কোথাও ৪০ সেন্টিমিটার তুষারপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সূত্র : বিবিসি, এএফপি</span></span></span></span></span></p>