<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোটা সংস্কার তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের নামে প্রতিষ্ঠিত শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিশ্রুত ১০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেছে বিজিবি। গতকাল বুধবার বিকেলে বিজিবির দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ বি এম জাহিদুল করিম এ তথ্য জানান। জাহিদুল করিম জানান, গত মঙ্গলবার বিকেলে বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) সহকারী পরিচালক মু. মাহবুবুর রহমান খান রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে আবু সাঈদের মা-বাবার কাছে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের জন্য ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>