<p>ঝিনাইদহ সদরে বাসের ধাক্কায় জুয়েল রানা (২৪) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।</p> <p>মৃত জুয়েল রানা একই উপজেলার মথুরাপুর গ্রামের ইউসুফ শেখের ছেলে। তিনি মল্লিক শহীদুল ইসলাম কারিগরি কলেজের শিক্ষার্থী ছিলেন।</p> <p>প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জুয়েল। পথিমধ্যে গোপীনাথপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী বাস মোটরসাইকেল ধাক্কায় দেয়। সে সময় ছিটকে পড়েন জুয়েল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।</p> <p>ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস।</p>