<p>নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মুক্তার হোসেন (৩২) নামের যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বাড়ি দিনাজপুর জেলার বিরল থানার মোখলেসপুর এলাকায়।</p> <p>জানা যায়, যুবকটি পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। বাংলাবান্ধা ট্রেন মাধনগর স্টেশনে যাত্রা বিরতীর সময় মুক্তার হোসেন পানি খেতে যান। পানি খেয়ে ফেরার সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী-একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারাত্মক আহত হন। </p> <p>স্থানীয় এলাকাবাসী ও তার আত্মীয়-স্বজনরা মুক্তার হোসেনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <p>মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. মমিন উদ্দিন প্রাং বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। বাংলাবান্ধা ট্রেন মাধনগর স্টেশনে যাত্রাবিরতীর সময় মুক্তার হোসেন পানি খেতে যান। পানি খেয়ে ফেরার সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী-একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়।</p>