<p>চুয়াডাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন মারা গেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে সদর উপজেলার হিজলগাড়ি ও জীবননগর উপজেলার করচাডাঙ্গা গ্রামে এ দুটি দুর্ঘটনা ঘটে।</p> <p>নিহতরা হলো, সদর উপজেলার হরিশপুর গ্রামের হাটপাড়ার নাজিম উদ্দিনের ছেলে আলমসাধু চালক সেলিম হোসেন (২৫) ও জীবননগর উপজেলার করচাডাঙ্গা গ্রামের আব্দুল্লাহ গাজির মেয়ে রাফিয়া খাতুন (৪)। </p> <p>জীবননগর থানার এস আই শাহিন আলম জানান, সন্ধ্যার পর অন্ধকারে রাস্তায় খেলছিল শিশু রাফিয়া খাতুন। এ সময় দ্রুতগতিতে আসা একটি ইঞ্জিনচালিত যানবাহন আলমসাধু রাফিয়াকে ধাক্কা দিলে রাফিয়া ঘটনাস্থলে মারা যায়। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দিয়েছে পুলিশ। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। </p> <p>দর্শনা থানার এস আই অনুপ মুখার্জি জানান, আলমসাধু চালক সেলিম হোসেন সদর উপজেলার হিজলগাড়ি ও নেহালপুর গ্রামের মাঝামাঝি স্থানে নিজে নিজেই দুর্ঘটনাকবলিত হয়ে রাস্তার পাশে তার যানবাহন আলমসাধুসহ উল্টে পড়ে। </p> <p>এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় সেলিম। সেলিম নিজেই দুর্ঘটনা কবলিত হয়েছেন, এ কারণে সেলিমের পরিবারের কোনো অভিযোগ নেই। লাশ ময়না তদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ দুর্ঘটনায় দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। </p>