<p>আমাদের সবাই নিজেকে সুন্দর দেখতে চান। কিন্তু নারীরা ত্বকের যত্ন করলেও পুরুষদের সেই যত্ন আর নেওয়া হয় না। এর ওপর আবার শীতকালে ত্বকের অবস্থা একেবারেই নাজেহাল। নারীরা তাও কিছু ঘরোয়া উপায়ে তাদের সুন্দর চেহারা ফিরিয়ে আনতে সক্ষম হন। কিন্তু পিছিয়ে পড়েন পুরুষরা।</p> <p>আজকের প্রতিবেদনে জানবেন কীভাবে অল্প পরিশ্রমেই পুরুষরা তাদের হারানো উজ্জ্বলতা ও কোমল ত্বক পাবেন।</p> <p>শীতে শুষ্ক ত্বক একটি সাধারণ সমস্যা। যা সকলের মধ্যেই দেখা যায়। তবে এবার স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বকের জন্য আপনার ঘণ্টার পর ঘণ্টা আর ব্যয় করতে হবে না। প্রতিদিনের ৫ মিনিটের স্কিনকেয়ার রুটিন আপনার ত্বকে সতেজতা ও উজ্জ্বলতা দিতে পারে। শীতে কীভাবে ত্বকের যত্ন নেবেন, চলুন দেখে নেওয়া যাক।</p> <p><strong>ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন </strong></p> <p>ত্বকের যত্নের জন্য প্রথম স্টেপই ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। মুখ থেকে সারাদিনের ময়লা ও দূষণ দূর করা জরুরি। আর এর জন্য ভালো করে মুখ ধুয়ে নেওয়া গুরুত্বপূর্ণ। এর জন্য পুরুষরা ত্বকের সঙ্গে মানানসই একটি ভালো ফেসওয়াশ বেছে নিতে পারেন। তবে মনে রাখতে হবে, ঠাণ্ডার দিনে আপনার মুখ শুধু হালকা গরম পানি দিয়েই ধুয়ে নিতে হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ত্বকের খসখসে ভাব দূর করবে যেসব তেল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/11/29/1732896279-4aae15f70b2ae636140d6f7d2cf18147.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ত্বকের খসখসে ভাব দূর করবে যেসব তেল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/11/29/1452036" target="_blank"> </a></div> </div> <p><strong>ক্রিম ও সানস্ক্রিন</strong></p> <p>ঠাণ্ডায় হাত-পায়ের পাশাপাশি মুখের শুষ্কতা দূর করতে পুরুষদেরও কোল্ড ক্রিম ব্যবহার করা উচিত। তবে এর পাশাপাশি সূর্যের আলো থেকে ত্বককে রক্ষা করতে সানস্ক্রিনও লাগাতে ভুলবেন না। </p> <p><strong>লিপবাম</strong></p> <p>শীতে শুধু ত্বক নয়, ঠোঁটও ফাটতে শুরু করে। তাই ঠোঁটেরও আর্দ্রতা প্রয়োজন। ঠোঁট ফাটা রোধ করতে একটি সঠিক লিপবাম ব্যবহার করতে পারেন। এতে ঠোঁট হাইড্রেটেড থাকবে। পাশাপাশি ঠোঁটের উজ্জ্বলতাও বজায় থাকবে। </p> <p><strong>শেভিং ক্রিম লাগান </strong></p> <p>প্রায়শই দেখা যায় পুরুষরা শেভ করার সময় শেভিং ক্রিম ব্যবহার করেন না। এই কারণেই ঠাণ্ডা ত্বকে ফাটল দেখা দিতে শুরু করে। তাই শীতকালে শুষ্কতা এড়াতে অবশ্যই শেভিং ক্রিম ব্যবহার করুন। এটি আপনার ত্বককে ময়েশ্চারাইজড রাখতে সাহায্য করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ত্বকের উজ্জ্বলতা ফেরাবে যে ৫ খাবার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730566893-250f1dc46124bf256da380eaf881bf40.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ত্বকের উজ্জ্বলতা ফেরাবে যে ৫ খাবার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/11/02/1441964" target="_blank"> </a></div> </div> <p>এছাড়াও শীতে পুরুষদের কিছু বিষয়গুলো মাথায় রাখা উচিত- </p> <ul> <li>ঠাণ্ডার দিনে মুখ পরিষ্কার করতে সাবান ব্যবহার করবেন না। অবশ্যই ফেসওয়াশ ব্যবহার হবে। এতে ত্বক শুষ্ক হবে না। </li> <li>শেভিংয়ের জন্য আপনার ত্বক অনুযায়ী রেজার বেছে নিতে হবে। </li> <li>মুখে কোল্ড ক্রিম লাগাতে ভুলবেন না। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।</li> </ul> <p>সূত্র : বোল্ডস্কাই</p>