<p style="text-align:justify">বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।</p> <p style="text-align:justify">আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তান হাইকমিশনার।</p> <p style="text-align:justify">এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।</p> <p style="text-align:justify">বিএনপি মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।</p>