<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে ২০২৩ সাল শেষে বেকারের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৪ লাখ ৬০ হাজার। ২০২২ সাল শেষে এই সংখ্যা ছিল ২৫ লাখ ৮০ হাজার। অর্থাৎ গত বছর দেশে বেকারের সংখ্যা কমেছে এক লাখ ২০ হাজার। এ সময় দেশে বেকারের হারও কমেছে ০.১৮ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ ২০২৩ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গতকাল সোমবার জরিপের ফল প্রকাশ করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে বিশেষজ্ঞরা বলছেন, দেশে ২০২২ সাল থেকে ব্যবসা-বাণিজ্যে নানা সংকট চলছে। ডলার সংকট ও বিনিময় হার বৃদ্ধির কারণে চাপে রয়েছেন উদ্যোক্তারা। এ অবস্থায় বেসরকারি খাতে নতুন বিনিয়োগ কমে গেছে। নির্বাচনের আগে বিদেশি বিনিয়োগও খুব বেশি আসেনি। ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। শ্রমশক্তি জরিপ ২০২৩ অনুসারে, ২০২২ সাল শেষে দেশে শ্রমশক্তির পরিমাণ ছিল সাত কোটি ৩০ লাখ ৫০ হাজার। ২০২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে সাত কোটি ৩৪ লাখ ৫০ হাজার। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অর্থাৎ গত বছর দেশে শ্রমশক্তি বেড়েছে চার লাখ। আর ২০১৬-১৭ অর্থবছরে দেশে শ্রমশক্তি ছিল ছয় কোটি ৩৫ লাখ। তার মধ্যে কর্মে নিয়োজিত ছিল ছয় কোটি আট লাখ। তবে ২০২২ সালে কর্মে নিয়োজিত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত কোটি চার লাখ ৭০ হাজার। ২০২৩ সালে তা আরো বেড়ে দাঁড়িয়েছে সাত কোটি ৯ লাখ ৮০ হাজারে। অর্থাৎ গত বছর দেশে কর্মে নিয়োজিত শ্রমশক্তির সংখ্যা বেড়েছে পাঁচ লাখ ১০ হাজার। এ হিসাবে গত বছর শ্রমশক্তির বৃদ্ধির তুলনায় কর্মে নিয়োজিত জনসংখ্যা বেড়েছে। এতে কমেছে বেকারের সংখ্যা। এ ছাড়া গত বছর বেকারত্বের হার কমে দাঁড়িয়েছে ৩.৩৫ শতাংশে, যা ২০২২ সাল শেষে ছিল ৩.৫৩ শতাংশ। ২০১৬-১৭ অর্থবছর শেষে ছিল ৪.২০ শতাংশ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শ্রমশক্তি জরিপ ২০২৩ অনুসারে, দেশের শ্রমশক্তির চার কোটি ৮১ লাখ ২০ হাজার পুরুষ এবং দুই কোটি ৫৩ লাখ ৩০ হাজার নারী। এর মধ্যে কর্মে নিয়োজিত পুরুষ চার কোটি ৬৪ লাখ ৭০ হাজার এবং নারী দুই কোটি ৪৫ লাখ ১০ হাজার। অর্থাৎ গত বছর শেষে দেশে পুরুষ বেকার ছিল ১৬ লাখ ৫০ হাজার এবং নারী বেকার আট লাখ ২০ হাজার। আর পুরুষের মধ্যে বেকারত্বের হার ৩.৪১ শতাংশ এবং নারী বেকারত্বের হার ৩.২৩ শতাংশ। এদিকে গত বছর কৃষিতে নিয়োজিত শ্রমশক্তি কমেছে। তবে বেড়েছে শিল্প ও সেবা খাতে। গত বছর কৃষিতে নিয়োজিত শ্রমশক্তির হার কমে দাঁড়ায় ৪৪.৪২ শতাংশ, যা ২০২২ সালে ছিল ৪৫.৪০ শতাংশ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>