<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তৃতীয় কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা গতকাল সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম, সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ, ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সাধারণ সম্পাদক সারজিস আলমসহ অনেকে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রায় আড়াই ঘণ্টাব্যাপী সভায় দ্বিতীয় সভার কার্যবিবরণীর সিদ্ধান্তগুলোর অগ্রগতির পর্যালোচনা, গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেল ও ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কিত আলোচনা, গুরুতর অসুস্থ রোগীদের সহায়তার জন্য মেডিক্যাল সাপোর্ট টিম, আইসিটি সাপোর্ট টিম ও লিগ্যাল সাপোর্ট টিম গঠন নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া সভায় ফাউন্ডেশনের সংশোধিত গঠনতন্ত্রের অনুমোদন, নির্বাহী পরিষদ গঠন ও আয়-ব্যয়ের হিসাব অনুমোদন দেওয়া হয়েছে।   </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সভায় জানানো হয়, ফাউন্ডেশনে গত ৩০ নভেম্বর পর্যন্ত ১০৭ কোটি ৭৫ লাখ ৬১ হাজার ২৪০ টাকা জমা হয়েছে। এর মধ্যে ৩৬৫ জন শহীদের পরিবারকে ১৮ কোটি ২৫ লাখ টাকা ও ৭৭৫ জন আহতকে সাত কোটি ৮৬ লাখ ৭০ হাজার ১৯০ টাকা বিকাশ ও ক্রস চেকের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।</span></span></span></span></span></p>