<p>২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় মানিকগঞ্জের সিঙ্গাইরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে সিঙ্গাইর পৌর শহরে এই আনন্দ মিছিল হয়। এতে অংশগ্রহণ করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি ইঞ্জিনিয়ার মাঈনুল ইসলাম খান শান্ত গ্রুপের নেতাকর্মীরা।</p> <p>মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। পৌর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক রিয়াজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা আলাউদ্দিন ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সফিউদ্দীন আহমেদ।</p> <p>বক্তারা বলেন, বিজয়ের মাসে প্রথম দিনে আরেকটি বিজয়ের খবর এসেছে। বিগত দিনগুলোতে বিএনপি ন্যায়বিচার পায়নি। মিথ্যাভাবে আওয়ামী লীগ সরকারের সাজানো ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ বিএনপির অনেক নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। উচ্চ আদালত সেই মিথ্যা মামলায় তারেক রহমানসহ সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। শেখ হাসিনার সরকার তারেক রহমানকে জেলে পাঠাতে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। তারেক রহমান সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অবিলম্বে তারেক রহমানের নামে যত মিথ্যা মামলা আছে, সব প্রত্যাহার এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।</p>