<p>কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের ১ নম্বর প্যানেল চেয়ারম্যান আবু তাহের মজুমদারকে জন্মদাতা পিতা দাবি করে গ্রাম আদালতে মামলা করেছেন রোজিনা বেগম (৪২) নামের এক নারী। পিতৃপরিচয় চেয়ে এ মামলা করেন তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ছুটিতে এসে আর ফেরা হলো না সেনাসদস্যের, জমির বিরোধে গেল প্রাণ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/02/1733133106-ddbac6792a98673cf32000e4509a6361.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ছুটিতে এসে আর ফেরা হলো না সেনাসদস্যের, জমির বিরোধে গেল প্রাণ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/02/1453004" target="_blank"> </a></div> </div> <p>মামলা সূত্রে জানা যায়, মামলায় ওই নারী উল্লেখ করেন- উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের সাধুরকলমিয়া গ্রামের মৃত আবদুল আউয়াল মৌলভির ছেলে আবু তাহের মজুমদার তার জন্মদাতা পিতা। তিব্বত কম্পানির কুমিল্লা অফিসে চাকরি করাকালীন ৪৩ বছর আগে আবু তাহের মজুমদার ওই নারীর মা সুফিয়া বেগমকে ইসলামি শরিয়াহ মোতাবেক বিয়ে করেন। তাহের-সুফিয়ার দাম্পত্য জীবনে রোজিনার জন্ম হয়। এর কিছুদিন পরে আবু তাহের মজুমদার তিব্বত কম্পানির ঢাকা অফিসে যোগদান করেন এবং রোজিনার মায়ের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। পরবর্তীতে আবু তাহের মজুমদার চাকরি ছেড়ে গ্রামে ফিরে এসে প্রথম বিয়ের কথা গোপন করে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় সংসারে তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হাসপাতালে রোগী না দেখে দরজা আগলে সন্তানকে পড়ান চিকিৎসক!" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/02/1733116831-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হাসপাতালে রোগী না দেখে দরজা আগলে সন্তানকে পড়ান চিকিৎসক!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/02/1452973" target="_blank"> </a></div> </div> <p>রোজিনা বেগম সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘ ৪২ বছর ধরে পিতৃপরিচয়ের দাবিতে ঘুরছি। বাবার বাড়িতে কয়েকবার গিয়েছি। আমার বাবা আমাকে সন্তানের স্বীকৃতি দেননি। বরং আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে হুমকি-ধমকি দিতেন। সে কারণে আমি এতদিন মামলা করতে পারিনি। বাবার কোনো সম্পত্তি আমার দরকার নেই। শুধু বাবাকে বাবা বলে ডাকতে চাই। সবাইকে জানাতে চাই, আমি বাবা ছাড়া নই। আমার বাবার নাম আবু তাহের মজুমদার। প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করা হোক।’</p> <p>নাম প্রকাশে অনিচ্ছুক সাধুরকলমিয়া গ্রামের কয়েকজন জানান, রোজিনা বেগম আবু তাহের মজুমদারের মেয়ে কিনা সেটা ডিএনএ পরীক্ষা করলেই জানা যাবে। তবে ২৫/২৬ বছর পূর্বে রোজিনাকে নিয়ে তার মা আমাদের গ্রামে এসে বিচার চেয়েছিলেন। সে সময়ে শালিস বৈঠকে রোজিনার মা বিয়ের কাবিনের কপি দেখাতে পারেননি। তিনি মৌখিকভাবে হুজুর দিয়ে বিয়ে পড়ানোর দাবি করেছিলেন। উপযুক্ত প্রমাণ না দিতে পারায় পিতৃপরিচয়ের জন্য ৪২ বছর ধরে মেয়েটা ঘুরছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাজারে উঠতে শুরু করেছে দেশি নতুন পেঁয়াজ, দাম কত?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/02/1733130954-0fe2139b6f9163c35648cb82bdd0a4d0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাজারে উঠতে শুরু করেছে দেশি নতুন পেঁয়াজ, দাম কত?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/02/1453013" target="_blank"> </a></div> </div> <p>আওয়ামী লীগ নেতা আবু তাহের মজুমদার বলেন, ‘আমি কিছুই জানি না। এসব মিথ্যা অভিযোগ। কিছু লোক আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পুলিশের ওপর হামলা, ৪৫৫ জনকে আসামি করে মামলা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/02/1733126411-1c7e89c3694f352a9c98241cec343367.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পুলিশের ওপর হামলা, ৪৫৫ জনকে আসামি করে মামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/02/1453002" target="_blank"> </a></div> </div> <p>বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মালেক বলেন, ‘রোজিনা বেগম নামের একজন নারী পিতৃপরিচয়ের দাবিতে প্যানেল চেয়ারম্যান আবু তাহের মজুমদারের বিরুদ্ধে গতকাল রবিবার (১ ডিসেম্বর) আমার পরিষদের গ্রাম আদালতে মামলা করেছেন। আদালতের নিয়ম অনুযায়ী উভয়পক্ষকে নোটিশ করে শুনানি গ্রহণ হবে। তখন অভিযোগের সত্য মিথ্যা জানা যাবে।’</p>