<p>গাজীপুরের শ্রীপুরে সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি প্রাইভেটকারের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার গিলাবেড়াইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। </p> <p>নিহত নারীর নাম রাহিমা খাতুন (৩০)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের মো. রুহুল আমিনের মেয়ে।</p> <p>স্বজনরা জানান, রাহিমা খাতুন ওই এলাকায় তার এক আত্মীয়ের বাসায় থেকে চাকরি খুঁজছিলেন।</p> <p>স্থানীয় বাসিন্দা জাকির হোসেন জানান, আজ সোমবার সকাল ১০টার দিকে গিলাবেড়াইদ এলাকায় স্টার ফিলিং অ্যান্ড সিএনজি রিফুয়েলিং স্টেশনের সামনে রাহিমা খাতুন সড়ক পার হচ্ছিলেন। ওই সময় ঢাকামুখী বেপরোয়া গতির একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। </p> <p>মাওনা মহাসড়ক (হাইওয়ে) থানার ওসি আয়ুব আলী বলেন, ‘দুর্ঘটনার পর প্রাইভেটকারসহ চালক পালিয়ে যায়। চালককে শনাক্তসহ আটকের চেষ্টা চলছে।’</p>