<p style="text-align:justify">ঢাকার যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় ইমরান হোসেন নামের এক মাছ ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ১২৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।</p> <p style="text-align:justify">আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার আবেদন করা হয়। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১২ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।</p> <p style="text-align:justify">এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আমির হোসেন আমু, শ. ম. রেজাউল করিম, নজিবুল বশর মাইজভাণ্ডারী, মশিউর রহমান মোল্লা সজল, হারুনুর রশিদ মুন্না, মনিরুল ইসলাম মুন প্রমুখ।</p> <p style="text-align:justify">মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৮ জুলাই যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় গুলিবিদ্ধ হন ইমরান। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি মামলাটি করেন। আসামিদের নির্দেশেই তাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন বাদী।</p>