<p style="text-align:justify">চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। অন্যদিকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের মামলায় ৮ আসামিকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। </p> <p style="text-align:justify">পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন।</p> <p style="text-align:justify">আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো আসামিরা হলেন মনু মেথর, সুমিত দাশ, নয়ন দাশ, দুর্লভ দাশ, বিশাল দাশ, রাজীব ভট্টাচার্য্য, রুমিত দাশ ও গগন দাশ।</p> <p style="text-align:justify">এর আগে পুলিশের কড়া নিরাপত্তায় মাধ্যমে আসামিদের বিকেলে হাজতখানা থেকে আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে প্রবেশমুখে থেকে আদালতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। আসামিদের আদালতে তোলার সময় আইনজীবীরা ইসকন নিষিদ্ধসহ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।</p> <p style="text-align:justify">চট্টগ্রাম মহানগর আদালতের পিপি মফিজুল হক ভুইয়া কালের কণ্ঠকে বলেন, ‘সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় হওয়া হত্যা মামলায় ৯ আসামিকে গ্রেপ্তার দেখানোর জন্য তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। এরপর তাদেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। </p> <p style="text-align:justify">পুলিশ জানায়, গত মঙ্গল ও বুধবার ভিডিও ফুটেজ দেখে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু তখন হত্যা মামলা না হওয়ায় তাদের পুলিশের ওপর হামলার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।</p> <p style="text-align:justify">অন্যদিকে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা ও কাজে বাধাদানের মামলায় ৮ জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।</p> <p style="text-align:justify">রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন অপু চন্দ্র সাহা, পার্থ চক্রবর্তী, নিলয় দাশ, অপূর্ব শীল, উজ্জল দাস প্রকাশ জনি দাস, ধ্রুব দাশ,  মো. নুরু ও মো. দেলোয়ার হোসেন।</p> <p style="text-align:justify">আদালতের এপিপি অ্যাডভোকেট রিয়াজ উদ্দীন কালের কণ্ঠকে বলেন, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার মামলার ৮ আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। আদালত আসামিদের উপস্থিতি শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।</p> <p style="text-align:justify">গত মঙ্গলবার ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর তার ভক্ত-অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। এসময় চিন্ময় অনুসারীদের হামলায় সাইফুল ইসলাম আফিল নামে এক আইনজীবী নিহত হন।</p> <p style="text-align:justify">তার মৃত্যুর জন্য ইসকন সদস্যদের দায়ী করেছেন আইনজীবীরা। এই ঘটনায় পুলিশের ওপর হামলা, কাজে বাধাদানের অভিযোগে পুলিশ বাদী হয়ে গত বুধবার কোতোয়ালী থানায় তিনটি মামলা করেছে। এসব মামলায় ৭৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ১ হাজার ৪০০ জনকে আসামি করা হয়। এই পর্যন্ত এসব মামলায় মোট গ্রেপ্তার করা হয়েছে ৩৯ জনকে। </p> <p style="text-align:justify">এদিকে, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনকে আসামি করে নিহতের পরিবার মামলা করেছে। গত শনিবার নগরের কোতোয়ালী থানায় এই মামলা দায়ের করেছেন আলিফের বাবা জামাল উদ্দিন। মামলায় এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করা হয়েছে। </p> <p style="text-align:justify">বাদী মামলায় উল্লেখ করেছেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর প্রত্যক্ষ-পরোক্ষ ইন্ধনে তার ছেলে সাইফুল ইসলাম আলিফকে আসামিরা হত্যা করেছে। এই মামলায় নতুন করে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এছাড়া গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, ভাঙচুরের অভিযোগে ১১৬ জনের বিরুদ্ধে হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ভাই শনিবার কোতোয়ালি থানায় আরো একটি মামলা করেছেন।</p>