<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫৬ জন নিহত হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে। এ ছাড়া আরো অনেকে আহত হয়েছে। গত রবিবার দেশটির এনজেরেকোরে শহরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে। তিনি  ল্যাবির দুই খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে বের করে দেন এবং একটি বিতর্কিত পেনাল্টি কিক দেন। এর পরই মাঠে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এনজেরেকোরের দল ও ল্যাবির মধ্যকার ম্যাচে যখন এই সংঘর্ষ ঘটে, তখন হাজার হাজার দর্শক উপস্থিত ছিল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুই দলের সমর্থকরা মাঠে ঢুকে পড়লে পরিস্থিতি বেসামাল হয়ে পড়ে। সংঘর্ষের মধ্যে তাড়াহুড়া করে বের হতে গিয়ে অনেকে পদদলিত হয়ে হতাহত হয়। সংঘাত নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে পরিস্থিতির আরো অবনতি হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২১ সালের সেপ্টেম্বরে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী গিনির প্রেসিডেন্ট মামাদি দুম্বুইয়ার সম্মানে আয়োজিত টুর্নামেন্টের একটি অংশ ছিল রবিবারের ম্যাচটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের বাইরে রাস্তায় ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিপুলসংখ্যক মানুষ দেয়াল টপকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং মাটিতে বহু মৃতদেহ পড়ে ছিল। স্থানীয় হাসপাতালের একজন চিকিৎসক বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাসপাতালে শুধু লাশ আর লাশ চোখে পড়ছে। করিডরের মেঝেতেও অনেকের লাশ পড়ে আছে। মর্গ পুরোপুরি ভরে গেছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গিনির সরকার বলেছে, শান্তি ফিরিয়ে আনতে স্থানীয় কর্তৃপক্ষ  প্রচেষ্টা চালাচ্ছে। হাসপাতালগুলো আহতদের সেবা দিয়ে যাচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : বিবিসি, আলজাজিরা</span></span></span></span></span></p>