<p>বাংলাদেশকে দুই কোটি ৪৩ লাখ ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২০ টাকা হিসাবে এর পরিমাণ ২৯১ কোটি ৬০ লাখ টাকা। </p> <p>সোমবার (২ ডিসেম্বর) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করল ইসি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/02/1733130126-95474b102319ba183aad222aee334702.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করল ইসি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/02/1453009" target="_blank"> </a></div> </div> <p>এডিবি জানিয়েছে, ময়মনসিংহে একটি গ্রিড-সংযুক্ত সৌর ফটোভোলটাইক পাওয়ার প্লান্ট স্থাপনের জন্য মুক্তাগাছা সোলারটেক এনার্জি লিমিটেড (এমএসইএল) প্রকল্পের আওতায় এ অর্থ ব্যয় করা হবে। এসংক্রান্ত অর্থ সহায়তার বিষয়টি অনুমোদন করেছে এডিবির বোর্ড।</p> <p>সংস্থাটি জানায়, একমাত্র বাধ্যতামূলক লিড অ্যারেঞ্জার হিসেবে এডিবি এমএসইএলের জন্য অর্থায়ন প্যাকেজের ব্যবস্থা করেছে, যা বাংলাদেশি কম্পানি জুলস পাওয়ার লিমিটেডের (জিপিএল) মালিকানাধীন। এতে এডিবি থেকে ১৫.৫ মিলিয়ন ডলার এবং এডিবির মাধ্যমে পরিচালিত লিডিং এশিয়াস প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড ২ থেকে ৮.৮ মিলিয়ন ডলার ঋণ রয়েছে।</p>