<p>ঝিনাইদহের কালীগঞ্জে মায়ের মৃত্যুর দুই ঘণ্টা পর মারা গেছেন ছেলে। সোমবার (২ ডিসেম্বর) ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। </p> <p>তারা হলেন ওই গ্রামের সানার উদ্দিন মণ্ডলের স্ত্রী আঙ্গুরা বেগম ও ছেলে শাহেদুল ইসলাম।</p> <p>স্থানীয়রা জানায়, সোমবার রাত আড়াইটার দিকে আঙ্গুরা খাতুন মারা যান। মায়ের মৃত্যুর খবর শোনার পর ছেলে শাহেদুল অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে ভোর সাড়ে ৪টার দিকে তিনিও মারা যান।</p> <p>কালীগঞ্জ থানার ওসি মো. শহীদুল ইসলাম হাওলাদার কালের কণ্ঠকে বলেন, মায়ের মৃত্যুর পর ছেলের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জোহর বাদ পারিবারিক কবরস্থানে তাদের দুজনকে দাফন করা হয়েছে।</p>