<p>সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ৩৬ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার টাকার অবৈধ সম্পদ ও ৯৮ ব্যাংক হিসাবে ৩ হাজার ১৮১ কোটি ৫৮ লাখ ৮৩ হাজার টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এ মামলা করেছে দুদক।</p> <p>দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p>একই সঙ্গে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নসরুল হামিদ বিপুর স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের নামেও পৃথক মামলা করেছে কমিশন। এসব মামলায়ও আসামি করা হয়েছে নসরুল হামিদ বিপুকে।</p> <p>দুদক জানিয়েছে, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে বিপুর বিরুদ্ধে।</p>